এখন পড়ছেন
হোম > জাতীয় > ক্ষমতায় এলে পুলিশকে জুতো চাটানোর হুঁশিয়ারি হেভিওয়েট নেতার, জোর বিতর্ক

ক্ষমতায় এলে পুলিশকে জুতো চাটানোর হুঁশিয়ারি হেভিওয়েট নেতার, জোর বিতর্ক


 

শাসকের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে বারবারই ব্যবহার করার অভিযোগ তুলতে দেখা যায় বিরোধী রাজনৈতিক দলগুলোকে। এমনকি অনেক ক্ষেত্রে পুলিশ শাসকের দলদাস হয়ে গিয়েছে, একথা বলে সেই পুলিশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করতেও দেখা যায় বিরোধী নেতাদের। যা নিয়ে বিভিন্ন সময় নানা নেতার মন্তব্যে নানা বিতর্ক ছড়িয়েছে। তবে প্রশাসন বা পুলিশ কর্তাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক নেতার বিতর্কিত মন্তব্যকে ভাল চোখে নেয় না রাজনৈতিক মহল।

কিন্তু তা সত্ত্বেও এবার পুলিশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বসলেন অনন্তপুরের প্রাক্তন সাংসদ তথা তেলেগু দেশম পার্টির নেতা জেসি দিবাকর রেড্ডি। বস্তুত, দীর্ঘদিন ধরেই টিডিপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে, ক্ষমতাসীন দল ওয়াইএসআর কংগ্রেসে যোগদানের জন্য তাদের নেতাকর্মীদের ওপর চাপ দিচ্ছে পুলিশ প্রশাসন।

এদিন সেই ব্যাপারেই পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিতে দেখা যায় সেই জেসি দিবাকর রেড্ডিকে। পুলিশ সুপারের প্রশংসা করলেও, পুলিশ কর্মীদের একাংশের উদ্দেশ্যে সরব হয়ে এই টিডিপি নেতা বলেন, “আমি জানি এসপি খুবই ভালো মানুষ। কিন্তু যে সমস্ত পুলিশ আধিকারিক ওয়াইএসআর কংগ্রেসের হয়ে কাজ করছেন, তাদের বলছি, আপনারা কিন্তু ছাড় পাবেন না। এই আধিকারিকদের অন্তত 10 বছর চাকরি রয়েছে। তাই একবার আমাদের সরকার পুনরায় ক্ষমতায় ফিরুক। আমি এদের দিয়ে নিজের জুতো চাটাব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর টিডিপি নেতা তথা প্রাক্তন সাংসদের এহেন মন্তব্য এখন তীব্র বিতর্ক তৈরি করেছে। অনেকে বলছেন, ক্ষমতার ভয় দেখিয়ে কোনো একজন রাজনৈতিক নেতা এইভাবে পুলিশ প্রশাসনের সম্পর্কের বিতর্কিত মন্তব্য করতে পারেন! তাহলে কোনো রাজনৈতিক দলের নেতা যদি এইভাবে পুলিশ সম্পর্কে বিরূপ মন্তব্য করেন, তাহলে সাধারন মানুষের মনে কি প্রতিক্রিয়া হবে! যদিও বা এই ব্যাপারে ইতিমধ্যেই জেসি দিবাকর রেড্ডির এই মন্তব্যের বিরুদ্ধে তার নিঃশর্ত ক্ষমার দাবি করেছে অনন্তপুর জেলার পুলিশ।

এদিন এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, “চন্দ্রবাবু নাইডু 14 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। অথচ এই মন্তব্য নিয়ে কিছু বললেন না। আমরা গোটা বিষয়টি এবার উচ্চপদস্থ আধিকারিকদের নজরে আনব।” তবে দিনের শেষে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, ওয়াইএসআর কংগ্রেসের বিরুদ্ধে দল ভাঙ্গানোর অভিযোগ তুলে টিডিপি নেতা বিতর্কিত মন্তব্য করলেন।

কিন্তু ওয়াইএসআর কংগ্রেসের বিরুদ্ধে তিনি যে অভিযোগ করছেন, সেই সমান অভিযোগে কি তিনি দুষ্ট নন! কেননা তিনি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে যেভাবে পুলিশ প্রশাসনকে কটুক্তি করলেন, তা সত্যিই রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত বেমানান বলেই দাবি বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!