এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > নির্মল-খুনের পিছনে বিজেপি নয়, রয়েছে অন্য কারণ! পুলিশি তদন্তে নতুন সূত্র, আসরে সিআইডি

নির্মল-খুনের পিছনে বিজেপি নয়, রয়েছে অন্য কারণ! পুলিশি তদন্তে নতুন সূত্র, আসরে সিআইডি

লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পরেই বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষ এবং হিংসার খবরে উত্তপ্ত হয় বঙ্গ রাজনীতি। সম্প্রতি নিমতার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি নির্মল কুন্ডুর খুনের পর সেই উত্তপ্তের মাত্রা আরও দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। এদিকে তৃণমূলের এই নেতাকে খুন করার পেছনে বিজেপিই জড়িত বলে অভিযোগ করায় সম্প্রতি পুলিশের পক্ষ থেকে বিজেপি কর্মী সুমন কুন্ডুকে গ্রেফতার করার পরই এই ঘটনায় গেরুয়া শিবিরের যোগ আরও স্পষ্ট হয়ে ওঠে।

এমনকি নিহত নির্মল কুণ্ডুর বাড়িতে দেখা করতে এসে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী এই ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তোলেন। তবে জেরায় এবার ব্যবসায়িক রেষারেষি এবং টাকা-পয়সা সংক্রান্ত বিবাদের কারণেই নির্মল কুন্ডুকে খুন করা হয়েছে বলে জানালেন এই ঘটনায় ধৃত বিজেপি কর্মী সুমন কুন্ডু। তবে সুমন কুন্ডুর এই দাবি কতটা সত্যি, তা খতিয়ে দেখছে গোয়েন্দারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে শুক্রবার এই নির্মল কুন্ডু খুনের ঘটনায় সঞ্জয় দাস নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার তাকেও হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে সিআইডি। বস্তুত, নিমতার নির্মল কুন্ডুর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েই এই ঘটনায় সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই সিআইডি এই ঘটনার তদন্ত করতে তৎপর হয়।

জানা গেছে, শুক্রবার সিআইডির একটি দল নিমতা থানায় গিয়ে সেখানকার বর্তমান তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলে কেস ডায়েরি এবং নিজেদের প্রয়োজনীয় তথ্য নিয়ে নেয়। আর এরই মাঝে এবার এই ঘটনায় ধৃত বিজেপি কর্মী সুমন কুন্ডুর দাবি মোতাবেক সত্যিই কি 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি নির্মল কুন্ডু ব্যবসায়ীক রেশারেশি এবং টাকা-পয়সার কারণেই খুন হয়েছেন, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক কারণ! তা খতিয়ে দেখছে রাজ্যের গোয়েন্দা সংস্থা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!