এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পুলিশ ফাঁড়িতেই রহস্যজনকভাবে প্রাণ হারালেন তৃণমূল কর্মী, তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকাজুড়ে

পুলিশ ফাঁড়িতেই রহস্যজনকভাবে প্রাণ হারালেন তৃণমূল কর্মী, তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকাজুড়ে

উত্তর দিনাজপুরের ইসলামপুরের রামগঞ্জ এলাকার পুলিশ ফাঁড়িতে একজন ব্যক্তির মৃত্যুতে পুলিসের বিরুদ্ধে অভিযোগ উঠল পিটিয়ে মারার। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে এর বিরুদ্ধে বিক্ষোভ আন্দলনে নামবে তারা।
জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের রামগঞ্জে এলাকায় একাধিক গন্ডগোলের ঘটনায় স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

মহম্মদ আজিজুল নামে ইসলামের সুজালি গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি শনিবার সন্ধ্যায় স্থানীয় রামগঞ্জ এলাকার পুলিশ ফাঁড়িতে গিয়ে জানতে চান তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে কিনা। এরপরই ওই ব্যাক্তি হটাৎই অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে। সেখানে তিনি মারা যান এমনটাই দাবি পুলিশের।

মৃত আজিজুল ইসলাম এলাকায় শাসকদলের কর্মী হিসেবে পরিচিত হওয়ায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবী পুলিস তাঁকে পিটিয়ে মেরেছে। তাঁরা এটাও দাবী জানাতে থাকে যে অবিলম্বে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ আধিকারিককে অপসারণ করতে হবে।এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার উত্তাল ছিল উত্তর দিনাজপুরের ইসলামপুর। পুলিস জানিয়েছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে তবে মৃত আজিজুল তাঁদের গ্রেপ্তারির তালিকায় ছিলেন না। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে তারা জানিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!