এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অস্ত্র মিছিল করার দায়ে এবার গেরুয়া শিবির থেকে গ্রেপ্তারি শুরু করল পুলিশ

অস্ত্র মিছিল করার দায়ে এবার গেরুয়া শিবির থেকে গ্রেপ্তারি শুরু করল পুলিশ

রাজ্য পুলিশের অভিযোগ গত রবিবার রায়গঞ্জ শহরে রামনবমীর উৎসব উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রায় কয়েকজনের হাতে দেখা গিয়েছিল ‘বেআইনি’ অস্ত্র। আর সেই কারণেই অস্ত্র হাতে মিছিল করার অপরাধে গ্রেফতার হলেন বিশ্ব হিন্দু পরিষদের রায়গঞ্জ শহর মণ্ডলির সভাপতি সজল মিত্র। উল্লেখ্য রবিবার রামনবমীর দিন রায়গঞ্জ শহরে সারদা বাংলা মাধ্যম স্কুলে ১১টা থেকে রামনবমী কমিটির সদস্যরা মিছিল বের করার জন্যে উপস্থিত হতে শুরু করে। এরপর সাড়ে ১১ টা নাগাদ মিছিল গীতাঞ্জলি সিনেমা হলের সামনে পৌঁছলে কয়েকজনকে অস্ত্র হাতে নৃত্যও করতে দেখা যায় বলে স্থানীয়সূত্রে অভিযোগ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই ঘটনা প্রাথমিক পর্যায়ে পুলিশের নজরে না এলেও, পরে সোস্যাল মিডিয়াতে এই এই ঘটনার দৃশ্য দেখে পুলিশের ওপর মহল তৎপর হয়ে ওঠে এবং সাথে সাথেই পুলিশ সক্রিয় হয়ে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করে। ফলস্বরূপ গত বুধবার সকালে গ্রেফতার হলেন বিশ্ব হিন্দু পরিষদের রায়গঞ্জ শহর মণ্ডলির সভাপতি সজল মিত্র। সজলবাবুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন পুলিশি হেফাজতে নেওয়ার জন্যে আদালতে অনুরোধ করা হবে পুলিশের তরফে। সজলবাবুর বিরুদ্ধে অভিযোগ বেআইনি অস্ত্র রাখা, বেআইনি অস্ত্র নিয়ে মিছিল ও সরকারি নির্দেশ অমান্য ইত্যাদি। এখন প্রবীণ সভাপতি সজল বাবুর বয়েসের কথা ভেবে আদালত কী সিদ্ধান্ত নেয় রায়গঞ্জ শহরবাসী তথা বিশ্ব হিন্দু পরিষদ এখন সে দিকে তাকিয়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!