এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাংলোয় পুলিশের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ – জেনে নিন বিস্তারিত

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাংলোয় পুলিশের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ – জেনে নিন বিস্তারিত

এবার পুলিশের ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ মুখে বিজেপির রাজ্য সভাপতি তথা খড়্গপুরের বিধায়ক দিলীপ ঘোষ। উদ্বোধনের নাম করে অ্যাম্বুলেন্স আটকে রেখেছেন তিনি – এমনটাই অভিযোগ ছিল স্বেচ্ছাসেবী সংস্থার। এ নিয়ে মামলাও দায়ের হয়েছে আদালতে। সেই মামলার শুনানিতে আদালতের নির্দেশ পেয়েই পুলিশ হানা দেয় খড়গপুরে দিলীপ ঘোষের বাংলোতে এবং অ্যাম্বুলেন্সটি বাজেয়াপ্ত করে।

উল্লেখ্য, ২০১৬ সালের জুলাই মাসে মুর্শিদাবাদের একটি স্বেচ্ছসেবী সংস্থার থেকে অ্যাম্বুলেন্সটি অনুদান হিসাবে পায় পূর্ব বর্ধমানের বার্নপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থাটি বিজেপি-ঘনিষ্ঠ বলেই অভিমত স্থানীয় অধিবাসীদের। সেইসময় সদ্য বিধায়ক হওয়া দিলীপ ঘোষকে দিয়ে তাঁরা অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করাতে চেয়েছিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু বিজেপি রাজ্য সভাপতির ব্যস্ততার কারণে, বারবার সেটি আর হয়ে উঠছিল না। তারপর বছর দুয়েক আগে উদ্বোধনের নামে খড়গপুরে অ্যাম্বুলেন্সটি পাঠিয়ে দিতে বলেছিলেন তিনি বলে জানিয়েছে ওই স্বেচ্ছাসেবী সংস্থাটি। কিন্তু সেদিনের পর থেকে আর অ্যাম্বুলেন্সটি ফেরত দেননি দিলীপবাবু – এমনটাই অভিযোগ ওই স্বেচ্ছাসেবী সংস্থার এক উচ্চপদস্থ কর্মকর্তার।

এদিকে অ্যাম্বুলেন্সের অভাবে নাকানিচোবানি খেতে হচ্ছে রোগীদের। তাঁদের ঠিকমতো পরিষেবা দেওয়া যাচ্ছিলো না। কখনো ফোন করে, কখনো চিঠি পাঠিয়ে অনুরোধ করলে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছিলেন না দিলীপ ঘোষ – এমনটাই দাবী স্বেচ্ছাসেবী সংস্থার। তারপর বাধ্য হয়ে তাঁর বিরুদ্ধে পূর্ব বর্ধমানের ওই স্বেচ্ছাসেবী সংস্থা আসানসোল আদালতে মামলা দায়ের করে।

এদিন পুলিশ, আদালতের নির্দেশ পেয়েই বিধায়কের বাড়ি হানা দিয়ে অ্যম্বুলেন্সটি বাজেয়াপ্ত করে, খোঁজ করা হয় চালকেরও। কিন্তু এর কোনো চালক নেই বলেই জানানো হয়। বিধায়কের সঙ্গে মোবাইলে কথা বলার পরই অ্যাম্বুলেন্সটি বের করে নিয়ে যাওয়া হয় – বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!