এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > “পুলিশ কমিশনের দালাল” বিস্ফোরক তৃণমূল প্রার্থী, পুনর্নির্বাচনেও অশান্তি শীতলকুচিতে!

“পুলিশ কমিশনের দালাল” বিস্ফোরক তৃণমূল প্রার্থী, পুনর্নির্বাচনেও অশান্তি শীতলকুচিতে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বৃহস্পতিবার রাজ্যের অষ্টম তথা শেষ দফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে আজকের এই নির্বাচনে ভোটগ্রহণ পর্ব হচ্ছে কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের 126 নম্বর বুথে। চতুর্থ দফার নির্বাচনে এই বুথে ব্যাপক অশান্তির খবর ছড়িয়ে পড়েছিল। যেখানে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় প্রাণ গিয়েছিল তার তৃণমূল কর্মীর। আর এর পরেই বিস্তর জলঘোলা পরিস্থিতি তৈরি হয় রাজ্য রাজনীতিতে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হতে শুরু করে তৃণমূল কংগ্রেস।

স্বাভাবিক ভাবেই ভোটগ্রহণ পর্ব বন্ধ হয়ে যায়‌। আর তারপরই সম্প্রতি প্রথম দফার নির্বাচনের দিন কুচবিহার শীতলকুচির 126 নম্বর বুথে নির্বাচন হবে বলে জানিয়ে দেয় নির্বাচন কমিশন। কিন্তু আজ নির্বাচনের দিনেও কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে স্থানীয় থানার আইসিকে কড়া ভাষায় আক্রমণ করলেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থপ্রতিম রায়। যে ঘটনাকে কেন্দ্র করে ভোটের মধ্যে আবার সরগরম হয়ে উঠেছে এই এলাকা।

জানা যায়, আজ শীতলকুচির 126 নম্বর বুথে ভোটগ্রহণপর্বের সময়ে ভোটগ্রহণ কেন্দ্রের দুশো মিটারের মধ্যে বিজেপির পতাকা লাগানো গাড়ি নিয়ে ঘোরার অভিযোগ ওঠে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। আর এরপরেই পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আইসিকে আক্রমণ করেন তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। যেখানে রীতিমতো আঙ্গুল উঁচিয়ে হুমকি দেন তৃণমূল প্রার্থী।

তিনি বলেন, “পুলিশ কমিশনের দালাল। বিজেপির কথায় চলছে কমিশন।” স্বাভাবিক ভাবেই তৃণমূল প্রার্থীর এই মন্তব্যকে কেন্দ্র করে এখন রীতিমত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে শীতলকুচির সেই বিতর্কিত বুথে। চতুর্থ দফার নির্বাচনে এই বুথে অশান্তির জন্য আবার সেখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু পুনর্নির্বাচনের দিনেও যেভাবে আবার তৃণমূল প্রার্থী পুলিশকে “কমিশনের দালাল” বলে অভিহিত করলেন, তাতে সরগরম হয়ে উঠেছে এলাকা।

বলা বাহুল্য, শীতলকুচির ভোটের দিন 4 জন তৃণমূল কংগ্রেস কর্মী প্রাণ হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থপ্রতিম রায়ের মোবাইলে কথোপকথন ভাইরাল হয়ে যায়। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, আইসি এবং এসপিকে ফাসাতে হবে। আর সেই 126 নম্বর বুথে নির্বাচনের দিন পুলিশকে “কমিশনের দালাল” বলে যে উক্তি করলেন তৃণমূল প্রার্থী, তা রীতিমত বিতর্ক তৈরি করেছে। অনেকে বলছেন, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করলেই তাদের গায়ে একটি তকমা সেঁটে দেয় তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে তারা নির্বাচনে পরাজিত, এটা নিশ্চিত হয়ে গেছে। আর সেই কারণে পুর্ননির্বাচনের দিনেও এই ধরনের অশান্তির ঘটনা ঘটানো হচ্ছে। কিন্তু এসব করে লাভের লাভ কিছুই হবে না।

তবে তৃণমূল প্রার্থী যেভাবে পুলিশের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন, তাতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার এই বুথে অশান্তি চরম আকার ধারণ করতে পারে বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে পরিস্থিতিকে শান্ত করতে এবার কমিশনের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!