এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিদিমণির পুলিশ আছে, ভোট লুটের চেষ্টা হলে খাটিয়া না অ্যাম্বুলেন্সে যাবেন আমরা দেখব: দিলীপ

দিদিমণির পুলিশ আছে, ভোট লুটের চেষ্টা হলে খাটিয়া না অ্যাম্বুলেন্সে যাবেন আমরা দেখব: দিলীপ


 

কখনও গরুর দুধের সোনা, কখনও রাজ্যের শাসক দল তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বারেবারেই খবরের শিরোনামে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এবার ফের করিমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে এগিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। বস্তুত, বিগত পঞ্চায়েত নির্বাচন থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভোট লুট করছে বলে অভিযোগ করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। লোকসভায় তারা ভালো ফলাফল করার পরই ভোট লুট করলে পাল্টা আঘাত আসবে বলে অনেক বিজেপি নেতাদের গলাতেই সুর শোনা যায়। আর এবার রাজ্যের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের যখন এগিয়ে আসছে, ঠিক তখনই এই ব্যাপারে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপির দিলীপ ঘোষ।

সূত্রের খবর, সোমবার দলীয় প্রার্থীর হয়ে করিমপুরের বালিয়াডাঙ্গার হাইস্কুল মাঠে একটি জনসভায় যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে করিমপুরের প্রাক্তন তৃণমূল বিধায়িকা মহুয়া মৈত্রর নাম না করে তাকে কটাক্ষ করেন দীলিপবাবু। তিনি বলেন, “এখানে এমএলএ দিদিমণি এখন এমপি দিদিমনি হয়েছেন। তিনি ওসিকে নিয়ে ঘুরছেন, চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি দিলীপ ঘোষ বলছি, বাইরের লোক আসতে হয়তো পারবে। দিদিমনির পুলিশ আছে। কিন্তু যদি ভোট লুট করার চেষ্টা করেন, মানুষকে ভয় দেখান, আসবেন গাড়িতে কিন্তু খাটিয়ায় যাবেন, নাকি স্ট্রেচারে যাবেন, নাকি অ্যাম্বুলেন্সে যাবেন সেটা আমরা দেখব। আমাদের চমকে, বন্দুক দেখিয়ে, লাঠি দেখিয়ে ভোট করাবে কেউ ভেবে থাকলে ভুল হবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কিছুদিন আগেই মহুয়া মৈত্রর সঙ্গে প্রচার পর্বে সেখানকার এক ওসির ছবি প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ঘিরে বিজেপির তরফ ব্যাপক অভিযোগ করা হচ্ছে। এদিন সেই কথা তুলে ধরে করিমপুরের প্রাক্তন তৃণমূল বিধায়িকার বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি বলে মত ওয়াকিবহাল মহলের। এদিন এনআরসি নিয়েও তৃণমূলের বিরোধীতার জবাব দেন বিজেপির দিলীপ ঘোষ।

তিনি বলেন, “এনআরসি ইস্যুতে ওরা ভয় দেখাচ্ছে। আমি বলে যাচ্ছি এনআরসি হলে এদেশের হিন্দু মুসলিম কাউকে কোথাও যেতে হবে না। যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে দেশের ক্ষতি করছে, বোমা বাধার কাজ করছে, তাদের দেশ ছাড়তে হবে। বাংলাদেশ সীমান্ত ঘেষা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য আমাদের সরকার চেষ্টা করছে। আর বাকিরা কেন এতদিন তা করেনি! আগে সেই উত্তর দিন। এনআরসি দিদিমনির হাতে নেই। ওটা একমাত্র সুপ্রিম কোর্ট আর কেন্দ্রের বিষয়। তাই অযথা ভয় পাবেন না। এদেশে হিন্দু মুসলিম সবার সমান অধিকার রয়েছে।”

বিশ্লেষকরা বলছেন, নদীয়া সীমান্তবর্তী জেলা। এখানে এনআরসি ইস্যু বিজেপির বিরুদ্ধে যেতে পারে। কারণ এই ইস্যু নিয়ে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে প্রচার করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তাই সেদিক থেকে তাদের ভোটব্যাংকে যেন এই ইস্যু ধাক্কা না খায়, এদিন এই কথা বলে তারই চেষ্টা করলেন বিজেপির দিলীপ ঘোষ বলে মত বিশ্লেষকদের। তবে করিমপুর বিধানসভা উপনির্বাচনে তারা কি জয়লাভ করতে পারবে!

এদিন এই প্রসঙ্গেও আত্মপ্রত্যয়ী মনোভাব শোনা যায় বিজেপির রাজ্য সভাপতির গলায়। তিনি বলেন, “এই উপনির্বাচন থেকে আমরা করিমপুরে জেতা শুরু করব। তিনটি আসনে উপনির্বাচন হচ্ছে। একমাত্র করিমপুরে আমরা পিছিয়ে ছিলাম। তার কারণ কেউ এসে আপনাদের কাছে ভোট চায়নি। তাই আমি এবার নিজে এসেছি। যে কাজ করিমপুরে কেউ করতে পারেনি, তা আমি করে দেখাব। কারণ আমরা মোদিজীর সঙ্গে আছি।”

সব মিলিয়ে একদিকে ভোট লুট রুখতে তৃণমূলকে হুঁশিয়ারি, আর অন্যদিকে এনআরসি থেকে রামমন্দির ইস্যুতে নিজেদের পক্ষে বক্তব্য রেখে করিমপুরে প্রচারে ঝড় তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!