এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুলিশ দপ্তর নিয়ে মমতাকে বড় পরামর্শ শুভেন্দুর! জানলে চমকে যাবেন!

পুলিশ দপ্তর নিয়ে মমতাকে বড় পরামর্শ শুভেন্দুর! জানলে চমকে যাবেন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে ঘটেই চলেছে একের পর এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। আর এই পরিস্থিতিতে পুলিশ মন্ত্রীর ইস্তফা দাবি করছে বিরোধীরা। এমতাবস্থায় এবার বিধানসভার গেটের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে “হয় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দপ্তর ছেড়ে অন্য কাউকে দিন, তা না হলে নিজের থাকা দপ্তরগুলো ছেড়ে দিয়ে পুলিশ দপ্তর ভালো করে সামলান” বলে বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, কিছুক্ষণ আগেই বিধানসভার গেটে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই রাজ্যে একের পর এক ঘটে চলা বেআইনি বাজি কারখানার বিস্ফোরণ এবং মৃত্যু নিয়ে উস্মা প্রকাশ করেন তিনি। যেখানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দুবাবু বলেন, “রাজ্যে সাম্প্রতিককালে যে সমস্ত বিস্ফোরণ হয়েছে, তা হয়তো ইউক্রেনেও হয়নি। এগরায় হয়েছে, বজবজে হয়েছে, মালদাতে হয়েছে। একের পর এক মানুষের প্রাণ যাচ্ছে। আমি চাইব, মুখ্যমন্ত্রী নিজের হাতে থাকা পুলিশ মন্ত্রীর দপ্তর অন্য কাউকে দিন, তা না হলে নিজে যে সমস্ত অন্যান্য দপ্তর হাতে রেখেছেন, পার্বত্য উন্নয়ন পর্ষদ থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে অন্যান্য দপ্তরগুলো অন্য কাউকে দিয়ে ভালো করে পুলিশ দপ্তর সামলান। পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী একেবারে ডাহা ফেল।”

বিশেষজ্ঞদের মতে, একদিক থেকে ঠিক কথাই বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এমনিতেই মুখ্যমন্ত্রীর ওপর রাজ্য পরিচালনার ভার থাকে। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দপ্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর নিজের হাতে রেখেছেন। আর তা সামাল দিতে গিয়ে কোনো দপ্তরেরই কাজ ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ বিরোধীদের। আর সেই কথা তুলে ধরেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ দপ্তর নিয়ে বড় পরামর্শ দেওয়ার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দুবাবুর এই পরামর্শ কতটা গ্রহণ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!