এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > “পুলিশ এখন শাসকদলের থেকেও বেশি সক্রিয়। তৃণমূল ক্যাডারের ভূমিকা পালন করছে পুলিশ।” – অভিযোগ হেভিওয়েট বিজেপি নেতার

“পুলিশ এখন শাসকদলের থেকেও বেশি সক্রিয়। তৃণমূল ক্যাডারের ভূমিকা পালন করছে পুলিশ।” – অভিযোগ হেভিওয়েট বিজেপি নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে একাধিকবার সরব হয়েছে বিজেপি সহ বিভিন্ন বিরোধী দল। রাজ্যের পুলিশ নিরপেক্ষ নয়, পুলিশ পরিনত হয়েছে শাসকদল তৃণমূলের দলদাসে। এমন অভিযোগ বারবার উঠেছে বিভিন্ন বিরোধী শিবিরের পক্ষ থেকে। এই আবহে আলিপুরদুয়ার জেলার বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করা হলো। আলিপুরদুয়ার জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, শাসক দল তৃণমূলের নির্দেশ মতোই বিজেপি নেতাদের মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে পুলিশ। এ বিষয়ে পুলিশকে অভিযুক্ত করলেন আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, পুলিশ এখন শাসক দল তৃণমূলের চেয়েও বেশি সক্রিয়। পুলিশ এখন তৃণমূলের ক্যাডারের ভূমিকা পালন করছে।

আলিপুরদুয়ার জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, পুলিশ বারবার মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে বিজেপি নেতাদের। বিজেপির অভিযোগ, গত ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর থেকে বিভিন্ন আন্দোলনে বিজেপি নেতাদের বিরুদ্ধে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন থানায় একের পর এক মামলা হয়েছে। এই সমস্ত মামলাতে জামিন পেতে সম্প্রতি আলিপুরদুয়ার আদালতে গেলেন জেলার একাধিক বিজেপি নেতারা। তাঁদের অভিযোগ, তৃণমূলের নির্দেশে পুলিশ বিজেপি নেতাদের মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে। তবে এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল শিবিরের দাবি, নিরপেক্ষভাবেই নিজের কাজ করছে পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল আলিপুরদুয়ার আদালতে উপস্থিত হলেন একাধিক বিজেপি নেতা। পুলিশ যাতে তাঁদের মিথ্যা মামলায় জড়িয়ে দিতে না পারে, সেকারণে জামিন নিলেন তাঁরা। তারপর এ বিষয়ে বক্তব্য প্রকাশ করলেন মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিজ্ঞা। তিনি জানালেন, বিজেপিকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ মানসিকভাবে তৈরি আছেন। তাঁদের আটকানো যাবেনা।

অন্যদিকে, এ প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা জানালেন যে, তাঁদের নেতৃত্বকে আটকে দিতে মিথ্যা মামলায় তাঁদেরকে জড়িয়ে দেয়া হচ্ছে। তাঁদের উপর অত্যাচার করা হচ্ছে। তাঁদেরকে হেনস্থা করা হচ্ছে। তিনি জানালেন, পুলিশ এখন শাসকদল তৃণমূলের চেয়েও বেশি সক্রিয়। পুলিশ এখন তৃণমূলের ক্যাডারের ভূমিকা পালন করছে।

তবে, বিজেপির এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এ প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী জানালেন যে, দুষ্কৃতীরা নিজেদের দোষ কোনদিনই স্বীকার করে না। ওদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার মতো, এতটা সময় নেই। তৃণমূল মানুষের পাশে আছে। পুলিশ নিরপেক্ষভাবে নিজের কাজ করছে। প্রসঙ্গত, পুলিশের ভূমিকা নিয়ে বিরোধী দল ছাড়াও একাধিকবার সরব হয়েছেন রাজ্যপাল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!