এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পুলিশের ওপর সব ভরসা শেষ, এনআইএ তদন্তে নয়া মোড় নিতেই বড় বার্তা শুভেন্দুর!

পুলিশের ওপর সব ভরসা শেষ, এনআইএ তদন্তে নয়া মোড় নিতেই বড় বার্তা শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এই রাজ্যের পুলিশের ওপর যে ভরসা বলতে কিছু নেই, তা বারবার করে স্পষ্ট করে দিয়েছে বিরোধীরা। এই রাজ্যের পুলিশ শুধুমাত্র বিরোধীদের ওপর মিথ্যে কেস দেওয়াতে ব্যস্ত, এমনটাই অভিযোগ ওঠে বিভিন্ন ক্ষেত্রে। কারণে বিভিন্ন ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানো হোক বলে দাবি তোলে বিরোধীরা।

আর সেই জায়গায় দাঁড়িয়ে ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডেকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এবার এনআইএর পক্ষ থেকে আরও একজনকে গ্রেফতার করা হলো। যে বিষয় নিয়ে প্রশ্ন করতে গিয়ে রাজ্য পুলিশের ওপর যে আর কোনো ভরসা নেই, তা স্পষ্ট করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ” এনআইএ ছিল বলেই এই গ্রেপ্তার হয়েছে। পুলিশ থাকলে এটা হতো না।” অর্থাৎ এই রাজ্যকে বাঁচাতে আর দলদাস পুলিশকে দায়িত্ব দিলে হবে না। বরঞ্চ বিভিন্ন যে কেন্দ্রীয় এজেন্সিগুলো রয়েছে, তারা দায়িত্ব নিলেই এই রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!