এখন পড়ছেন
হোম > জাতীয় > পুলিশকে হুমকি হেভিওয়েট মন্ত্রীর, প্রবল অস্বস্তিতে রাজ্য প্রশাসন

পুলিশকে হুমকি হেভিওয়েট মন্ত্রীর, প্রবল অস্বস্তিতে রাজ্য প্রশাসন

 

যে দল যখন ক্ষমতায় আসে, তখন তারা পুলিশকে পায়ের ভৃত্য করে রাখে বলে দাবি করতে দেখা যায় সমালোচক মহলকে। ক্ষমতায় বসা রাজনৈতিক দল রাজ্যে আইনের শাসন রয়েছে বলে যতই বড়াই করুক না কেন, মসনদে বসার পর তাদের অনেক ক্ষেত্রেই পাল্টে যেতে দেখা যায়। আর এবার পুলিশ আধিকারিককে এক মন্ত্রীর হুমকি অডিও ফাঁস হওয়ায় প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। যে ঘটনায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উত্তরপ্রদেশে।

জানা গেছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অডিওতে শুনতে পাওয়া যায়, উত্তরপ্রদেশের মন্ত্রী স্বাতী সিং লখনৌ ক্যান্টনমেন্টের সাব-ইন্সপেক্টর বিনু সিংকে কেন সেখানকার আনসাল ডেভেলপার্সের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে! এই ব্যাপারে প্রশ্ন করেন।

আর এরপরই সেই মামলাটি বন্ধ করে দেওয়ার জন্য সেই পুলিশ কর্তাকে নির্দেশ দেন মন্ত্রী মহোদয়। যেখানে তিনি বলেন, “এটা একটা হাইপ্রোফাইল মামলা। মামলাটি ভুয়ো। তাই এটি বন্ধ করে দেয়া হোক।” আর যদি পুলিশ আধিকারিক মামলাটি নিয়ে এগিয়ে যেতে চান, তাহলে যেন তার সাথে অফিসে দেখা করেন বলেও অডিওতে পরোক্ষে সেই পুলিশ কর্তাকে হুমকি দেন উত্তরপ্রদেশের বিজেপির মন্ত্রীর স্বাতী সিং বলে অভিযোগ। আর এই বিস্ফোরক অডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হওয়ার সাথে সাথেই প্রবল অস্বস্তিতে পড়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

যেখানে পুলিশকে আইন রক্ষক বলে বারবার মান্যতা দেওয়ার কথা শোনা গেছে নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে, সেখানে সেই আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্যের এহেন মন্তব্য তাদের প্রবল অস্বস্তিতে ফেলে দেয়। যদিও বা এই অডিওকে নিয়ে বহু বিতর্ক সৃষ্টি হলেও প্রিয়বন্ধু বাংলা তার সত্যতা যাচাই করে দেখেনি। তবে সোশ্যাল মিডিয়ায় এই অডিও ফাঁস হওয়ার সাথে সাথেই যাতে তাঁর সরকারের ভাবমূর্তি যাতে খারাপ না হয়, তার জন্য রাজ্য পুলিশের ডিজির কাছ থেকে বিষয়টি নিয়ে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়ে পাঠান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

পাশাপাশি মন্ত্রী স্বাতী সিংকেও এই ব্যপারে তলব করেছেন মুখ্যমন্ত্রী। তবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গোটা ব্যাপারটিতে বিতর্ক এড়াতে রিপোর্ট চেয়ে পাঠালেও, বিরোধীরা ইতিমধ্যেই এই ঘটনায় সরকারের বিরুদ্ধে সরব হতে শুরু করেছে। কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টি, প্রায় প্রত্যেকেই ইতিমধ্যেই এই ব্যাপারে মুখ্যমন্ত্রী সহ গোটা বিজেপি সরকারের বিরুদ্ধে পুলিশকে দলদাসে পরিণত করার অভিযোগ এনেছেন।

সব মিলিয়ে পুলিস আধিকারিকের হুমকির অডিও ভাইরাল হতেই চাপে পড়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সেই রাজ্যের মন্ত্রীকে তলব করলেও এখন গোটা পরিস্থিতি ঠিক কোন দিকে এগোয়, সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!