এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > জয়ী বিজেপি প্রার্থীদের ‘বাগে’ আনতে পুলিশ দিয়ে বাড়ি ভাংচুরের অভিযোগ

জয়ী বিজেপি প্রার্থীদের ‘বাগে’ আনতে পুলিশ দিয়ে বাড়ি ভাংচুরের অভিযোগ


পঞ্চায়েতের ফলাফল সামনে আসতেই দেখা গেছে রাজ্যজুড়ে শুধুই ঘাসফুলের জয়জয়কার, কিন্তু তার মাঝেও বাংলায় বেশ পাপড়ি মিলছে পদ্ম-শিবির। যদিও মুখ্যমন্ত্রী নবান্নে দাঁড়িয়ে সাংবাদিকদের জানিয়ে দিয়েছিলেন, পঞ্চায়েত নির্বাচনে জয় পেতেই বহু বিজেপি ও নির্দল প্রার্থী তাঁর সঙ্গে যোগাযোগ করছেন তৃণমূল কংগ্রেসে যোগদান করতে, কিন্তু তিনি সেইসব প্রার্থীদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিষয়টা পরে দেখবেন। অন্যদিকে, গেরুয়া শিবিরের অভিযোগ – পঞ্চায়েতে বিজেপির সাফল্যের পরেই দল ভাঙানোর জন্য উঠে পরে লেগেছে শাসকশিবির। শাসকদলের একাধিক নেতা জয়ী বিজেপি প্রার্থীদের দলবদলের জন্য ভয় দেখিয়ে চাপ দিচ্ছেন। তবে এতদিন নেতাদের দিকে আঙ্গুল উঠলেও এবার গেরুয়া শিবির সরাসরি আঙ্গুল তুলল প্রশাসনের দিকে। গেরুয়া শিবিরের অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দোসা-চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল এবং বিরোধীদের প্রাপ্ত আসনসংখ্যা সমান। ২০ আসনের এই পঞ্চায়েতে তৃণমূল ১০ টি আসন পেলেও, বিজেপি পেয়েছে ৮ টি ও সিপিআইএম ও এসইউসিআই পেয়েছে একটি করে।

ফলে বোর্ড আছে টাই অবস্থায়, আর সেখান থেকে বোর্ড দখল করতে জয়ী বিজেপি প্রার্থীদের ভয় দেখিয়ে শাসক দলে টানতে মাঠে নেমে পড়েছে পুলিশ বলে স্থানীয় বিজেপি নেতাদের স্পষ্ট অভিযোগ। বিজেপি নেতাদের আরো অভিযোগ, নির্বাচনের আগে থেকেই পুলিশের এই ভয় দেখানো চলছিল, আর নির্বাচনের ফল বেরোতেই জয়ী প্রার্থীদের তো বটেই, তাঁদের জয়ের পিছনের মূল কারিগর স্থানীয় বিজেপি নেতাদের উপর নেমে আসছে পুলিশি অত্যাচার। তল্লাশি চালানোর নাম করে বাড়ি ভাংচুর করে পুলিশ বলে অভিযোগ। স্থানীয় নেতাদের আরো অভিযোগ, পুলিশ বাড়িতে ঢুকে অ্যাসবেসটসের ছাউনি ভেঙে দেয়, এরপর ভিতরে সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড করে দেয়। খাবার, বাসন-কোসন সমস্ত নষ্ট করে, তারপর চালে কেরোসিন তেল ঢেলে দেয়। বিজেপির তরফে জয়নগর থানাতেও বিষয়টি নিয়ে অভিযোগ করা হয়েছে। যদিও পুলিশ সূত্রে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ওই গ্রামে কয়েকজন ফেরার অভিযুক্তের খোঁজে পুলিশ গিয়েছিল, কিন্তু ভাংচুরের কোনো ঘটনা ঘটেনি। এমনকি বিজেপির অভিযোগের কথা অস্বীকার করে জানানো হয়েছে, এরকম অভিযোগ পেলে আমরা খতিয়ে দেখব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!