এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুলিশকে হুমকি তৃণমূল বিধায়কের, মহা সমস্যায় মমতা! চাপে রাজ্য!

পুলিশকে হুমকি তৃণমূল বিধায়কের, মহা সমস্যায় মমতা! চাপে রাজ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। পুলিশ প্রশাসন তৃণমূলের। কিন্তু এই পরিস্থিতিতে এবার পুলিশকে হুঁশিয়ারি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। যার ফলে যথেষ্ট অস্বস্তিতে পড়ে গেল রাজ্য প্রশাসন। সূত্রের খবর, এদিন একটি কর্মসূচি থেকে ভরতপুর থানার ওসির উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। যেখানে তিনি বলেন, “ওসি থাকার ইচ্ছা থাকলে দালালি বন্ধ করুন। 48 ঘণ্টার মধ্যে তল্পি গোটাতে বাধ্য করব।” আর তৃণমূল বিধায়কের এই মন্তব্যের পরেই নানা মহলে শোরগোল পড়ে গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই বলতে শুরু করেছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী, সেখানে তার দলের বিধায়ক কেন এই রকম মন্তব্য করেন? এর ফলে কি সমস্যার মুখে পড়ে গেলেন না স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়? বারবার প্রশাসনের সঙ্গে দলকে আলাদা করার কথা বলেন তিনি। কিন্তু তার দলের বিধায়ক যেভাবে পুলিশকে হুঁশিয়ারি দিলেন, তাতে তৃণমূল এবং প্রশাসন যে কার্যত মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, সেই ব্যাপারে দৃষ্টান্ত তুলে ধরতে শুরু করেছে বিরোধীরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তৃণমূল বিধায়কের এই মন্তব্যের পর দলগতভাবে ঘাসফুল শিবির কোনো ব্যবস্থা গ্রহন করে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!