এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ভুয়ো ঠিকানা দেখিয়ে আগ্নেয়াস্ত্র! পুলিশের জালে হেভিওয়েট বঙ্গ-বিজেপি সাংসদের পরিবার

ভুয়ো ঠিকানা দেখিয়ে আগ্নেয়াস্ত্র! পুলিশের জালে হেভিওয়েট বঙ্গ-বিজেপি সাংসদের পরিবার


এবার বড়সড় বিপাকে পড়লেন প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিংহ এবং তার পরিবার। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন মামলা করছে তৃণমূল এবং পুলিশ প্রশাসন – বলে সরব হতে দেখা গেছে অর্জুন সিংহকে। আর এবার ভুয়ো ঠিকানা দেখিয়ে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে অর্জুন সিংহের ছেলে ও দুই ভাইপোর বিরুদ্ধে মামলা করল পুলিশ।

যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, শুক্রবার জগদ্দল থানায় এই মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হলেও সেখানে বিজেপি নেতা তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিংহের কোনো নাম নেই। তবে তার পুত্র তথা বিজেপি বিধায়ক পবন সিংহ, দুই ভাইপো সৌরভ সিংহ এবং সঞ্জীব সিংহের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে পুলিশ। কিন্তু কেন অর্জুনবাবুর পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে এইভাবে মামলা করা হল!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগাল্যান্ডের ভুয়ো ঠিকানা দেখিয়ে পবন সিংহ, সৌরভ সিংহ এবং সঞ্জীব সিংহ আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স নিয়েছেন। সম্প্রতি সেই লাইসেন্সের নবীকরণের আবেদনের সময় পুলিশের নজর এই বিষয়টি এলে তারা নাগাল্যান্ডে একটি টিম পাঠায়। কিন্তু সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় যে, যে ঠিকানা দেওয়া হয়েছে তা একদমই ভুয়ো – সেখানে নাকি কেউ থাকেনই না। আর তাই এই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ডিসি অজয় ঠাকুর।

তবে তার বিরুদ্ধে পুলিশ কোনো মামলা না করলেও, তার পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে পুলিশ মামলা করায় কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছেন অর্জুন সিংহ। এদিন এই ব্যাপারে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। অর্জুন সিংহ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্যই পুলিশ এই মামলা করেছে। নাগাল্যান্ডে আমাদের বাড়ি রয়েছে। ছেলে ও দুই ভাইপো সঠিক ঠিকানা দেখিয়ে এই আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিয়েছে। আর এই লাইসেন্স নাগাল্যান্ড সরকার দিয়েছে।”

অর্জুনবাবুর আরও বক্তব্য, “আসলে এখানকার সরকার যে কোনো প্রকারে আমাকে দমাতে চাইছে। কিন্তু ওরা তা পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছি। উচ্চ আদালতের নির্দেশে পুলিশ মামলা প্রত্যাহার করতে বাধ্য হবে।” প্রসঙ্গত, এবার লোকসভা নির্বাচনের টিকিট প্রত্যাশী ছিলেন অর্জুন সিং। কিন্তু, তৃণমূল নেত্রী তা না দিলে, তিনি গেরুয়া শিবিরে যোগ দেন এবং বিজেপির টিকিটে সাংসদ হন। তারপর থেকেই প্রশাসনের তরফে একের পর এক মামলা তাঁর বিরুদ্ধে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!