এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুলিশ নয় অভিযুক্ত যুবককে পার্টি অফিসে ডেকে শাস্তি দিলেন তৃণমূলের নেতারা, বিতর্ক তুঙ্গে রাজনীতি মহলে

পুলিশ নয় অভিযুক্ত যুবককে পার্টি অফিসে ডেকে শাস্তি দিলেন তৃণমূলের নেতারা, বিতর্ক তুঙ্গে রাজনীতি মহলে

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পুলিশ নয় মুর্শিদাবাদ জেলায় অভিযুক্ত যুবককে দলীয় কার্যালয়তে ডেকে তাকে শাস্তি দিলেন জেলার একাধিক তৃণমূল নেতা। যে ঘটনায় প্রবল বিতর্ক রাজনৈতিক মহলে। পুলিশ, প্রশাসন, আইন বাদ দিয়ে তৃণমূল নেতারা কিভাবে এই পদক্ষেপ নিলেন? তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কিছুদিন আগে মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুরে নিজের প্রেমিকার সঙ্গে ঝগড়ার পর এক যুবক তাদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন। এরপর অভিযুক্ত যুবককে পার্টি অফিসে ডেকে তাকে কান ধরে উঠবস করানো হলো। সোশ্যাল মিডিয়া থেকে ছবিগুলি যাতে সে মুছে ফেলে, সে জন্য তাকে দিয়ে মুচলেখা লিখিয়েও নেয়া হলো। যে এই ঘটনা তীব্র বিতর্কর সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষ্ণপুরের যুবক গোলাপ শেখ বেশ কিছুদিন ধরে এক যুবতীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত। তাদের মধ্যে হঠাৎ অশান্তি হয়, এরপর নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তৃণমূল কার্যালয়ে ডেকে পাঠানো হয় গোলাপ শেখকে। এরপর কান ধরে উঠবস করানো হয় তাকে। তারপর সোশ্যাল মিডিয়াতে থেকে এই সমস্ত ছবি যাতে সরিয়ে নেয়া হয়, সেজন্য তাকে দিয়ে মুচলেকা লেখানো হয়। তৃণমূল নেতাদের এই পদক্ষেপ নানা প্রশ্ন তুলে দিয়েছে। এরপর থেকেই নিখোঁজ গোলাপ শেখ। পুলিশ তার খোঁজ করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনা বিষয়ে বেশকিছু স্থানীয় বাসিন্দা জানিয়েছেন যে, গ্রামে এ ধরণের ঘটনা তাঁরা দেখেননি। তারা অভিযুক্ত গোলাপ শেখ এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। পুলিশের কাছে অভিযোগ যাবার পর পুলিশ এ বিষয়ে নড়েচড়ে বসেছে পুলিশ। এ প্রসঙ্গে ফারাক্কার এসডিপিও আসিম খান জানিয়েছেন যে, গতকাল এ বিষয়ে মামলা রুজু করা হয়েছে। তাঁরা অভিযোগ পেয়েছেন। অভিযুক্ত ব্যক্তির সন্ধান শুরু করেছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সালিশি সভায় কি করা হয়েছিল? সে বিষয়েও খতিয়ে দেখা হবে।

তবে, বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এ প্রসঙ্গে ধুলিয়ান টাউন তৃণমূল সভাপতি মেহেবুব আলম জানালেন যে, এ বিষয় নিয়ে কেউ বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। অনেকদিন ধরে এক মহিলাকে নিয়ে ঝামেলা চলছিল। অনেক আগে একটি গ্রাম্য বিবাদ হয়েছিল। প্রায় দু’মাস আগে গ্রামে সালিসি বসানো হয়েছিল। গ্রামের বিচারে তার মীমাংসা করা হয়েছে। তিনি শুনেছেন, একটি ছেলে কয়েকটি নগ্ন ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে। এ বিষয়ে পুলিশের তদন্ত শুরু হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!