এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > “পুলিশ ও প্রশাসনের উচিৎ রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকা” – আবার বিস্ফোরক রাজ্যপাল

“পুলিশ ও প্রশাসনের উচিৎ রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকা” – আবার বিস্ফোরক রাজ্যপাল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্যের পুলিশ ও প্রশাসনের প্রতি আবার ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যের পুলিশ প্রশাসন, আইন ব্যবস্থা, রাজ্যের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। ইতিপূর্বে তিনি অভিযোগ করেছেন রাজ্যের যে, পুলিশ মোটেই নিরপেক্ষ নেই। রাজ্যের পুলিশ শাসক দলের দলদাসে পরিণত হয়েছে। এবার আবার টুইট করে রাজ্যের পুলিশ ও প্রশাসনের প্রতি উদ্বেগ প্রকাশ ও রাজ্যের পুলিশকে তীব্র হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর।

রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্য পুলিশকে উদ্দেশ্য এক বিশেষ টুইট করেছেন। রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ট্যাগ করেছেন এই টুইটে। টুইট করে রাজ্যপাল জানিয়েছেন যে, রাজ্যে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন করতে গেলে রাজ্যের পুলিশ ও প্রশাসনকে নিজেদের রাজনৈতিক রূপ থেকে বেরিয়ে আসার প্রয়োজন আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

টুইট করে রাজ্যপাল জানিয়েছেন যে, গণতন্ত্রের প্রাণ হওয়ার কারণে নির্বাচনের ন্যায্যতা থাকা বাধ্যতামূলক। এ কারণে পুলিশ ও প্রশাসনের উচিত রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকা। সেই সঙ্গে নিজেদের রাজনৈতিক অবস্থান ত্যাগ করা দরকার বলে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি লিখছেন যে, পুলিশের রাজনৈতিক তৎপরতা মর্মস্পর্শী ও উদ্বেগজনক এই কাজের সঙ্গে যারা জড়িত আছেন, আইন ছেড়ে দেবে না কখনোই তাঁদের।

টুইট করে রাজ্যপাল আরও লিখেছেন যে, উদাহরণ পেশ করা পরিণাম সামনে এসে পড়বে। আইনের অবহেলা করা মানুষদের দ্বারা গণতন্ত্রকে কালিমালিপ্ত করার অনুমতি কখনোই দেয়া হবে না। ইতিপূর্বে রাজ্যপাল অভিযোগ করেছিলেন যে, পুলিশ ও সরকারি কর্মচারীদের একটি অংশ রাজনৈতিক কর্মীদের মত কাজ করছে। প্রশাসনের পদে থাকা মানুষদের রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, রাজ্যের পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যের অবস্থাকে একবার তিনি হীরক রাজার দেশের সঙ্গে তুলনা করেছিলেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। যে কারণে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বেশ কয়েকবার বিরোধ বেঁধেছে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!