পুলিশও শুনছে না তার কথা? চরম দুর্দিন মদন মিত্রের! পুরোটা জানলে চমকে যাবেন! তৃণমূল নদীয়া-২৪ পরগনা রাজনীতি রাজ্য July 5, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কিছুদিন আগেই আড়িয়াদহ কান্ড নিয়ে যখন মদন মিত্রের সঙ্গে জয়ন্ত সিংয়ের ছবি প্রকাশ্যে এসেছিল, তখন মদন মিত্র সৌগত রায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। যাকে কেন্দ্র করে এখনও রাজ্য রাজনীতিতে ঝড় বইছে। আর তার মাঝেই এবার তার কথা খুব একটা পুলিশ শোনে না বলে হতাশার শোনা গেল সেই মদন মিত্রের গলায়। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, “আমিও পুলিশকে খুব একটা বলতে চাই না। কারণ আমাদের কথা খুব একটা বেশি শোনা হয় না। জানি না কেন, সেটা বলতে পারব না। তবে সৌগতদার কথা পুলিশ শোনে। কারণ সৌগতদা সাংসদ, সেই কারণেই হবে হয়ত। তবে আমি ভোটারদের সঙ্গে আছি। লড়াই করব, মার খেলে মার খাব।” অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্দিনের সৈনিক হিসেবে পরিচিত মদন মিত্রের গলায় অভিমানের সুর স্পষ্ট। পুলিশ তার কথা শুনছে না বলে যে হতাশা প্রকাশ করলেন মদন মিত্র, তাতে বোঝা যাচ্ছে যে, তিনি অনেক কিছু ভেতরে চেপে রেখেছেন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -