এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুলিশি অত্যাচারের দিন শেষ, কলতান বের হতেই বড় কর্মসূচি বামেদের!

পুলিশি অত্যাচারের দিন শেষ, কলতান বের হতেই বড় কর্মসূচি বামেদের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল আবার কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে এই রাজ্যের পুলিশ। অডিও ক্লিপ কান্ডের জেরে বামেদের কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হলেও, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। আর তার ফলে আবার প্রমাণ হয়ে যায় যে, এই রাজ্যের পুলিশ মিথ্যে মামলা দিয়ে বিরোধীদের ওপর ষড়যন্ত্র করতে চাইছে। আর এই পরিস্থিতিতে আজ সেই কলতান দাশগুপ্ত জামিনে মুক্ত হয়ে জেল থেকে বের হতেই তাকে সংবর্ধনা দিল বামেরা।

সূত্রের খবর, কিছুক্ষণ আগেই ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। আর বাম নেতা আদালতের নির্দেশে জামিনে মুক্তি পেতেই তাকে স্বাগত জানান বামেদের নেতা কর্মীরা। ইতিমধ্যেই ময়ুখ ভবনের সামনে জমায়েত করে সেই কলতান দাশগুপ্তকে লাল আবিরে মাখিয়ে বামেরা উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেন। স্বাভাবিক ভাবেই কলতান দাশগুপ্তের এই জামিন এবং তার পরিপ্রেক্ষিতে বামেদের উচ্ছ্বাস রীতিমত এই রাজ্যের পুলিশ প্রশাসন থেকে শুরু করে নবান্নের অস্বস্তি আরও এক ধাপ বাড়িয়ে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!