রাজ্যে পঞ্চায়েত আগেই পুলিশে রদবদল রাজ্য February 8, 2018 সামনেই পঞ্চায়েত নির্বাচন আর তার প্রস্তুতি এবার শুরু করে রাজ্যে জেলা পুলিশে ব্যাপক রদবদল হতে চলেছে। আর তার নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গেছে। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় এই নির্দেশিকা জারি করেছেন। আর এর ফলে বালুরঘাট মহিলা থানার ওসি, হিলি থানা, হিলি ইমিগ্রেশনের বড়বাবু, বালুরঘাটের ট্রাফিক ওসি , বালুরঘাট থানার বড়বাবু এছাড়াও আরো অনেকেই এই বদলির নির্দেশিকা পেয়েছেন বলে জানা গেছে। জনগণের সেবার স্বার্থেই এই বদলি করা হচ্ছে বলে নির্দেশিকায় লেখা আছে। আপনার মতামত জানান -