এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > খোদ কলকাতা পুরসভায় তৃণমূলের ‘বেআইনি’ পার্টি অফিস নির্মাণ রুখে দিল পুলিশ

খোদ কলকাতা পুরসভায় তৃণমূলের ‘বেআইনি’ পার্টি অফিস নির্মাণ রুখে দিল পুলিশ

হুগলী জেলার উত্তরপাড়া কোতরং এলাকার ঘোষপাড়ায় কলকাতা পুরসভার জমিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তৈরির কাজ বন্ধ করে দিল পুলিশ। স্থানীয় সূত্রের খবর, এলাকার কাউন্সিলর তাপস মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই পার্টি অফিস তৈরীর কাজ হচ্ছিল। এরপরে চন্দননগর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ আসে কলকাতা পুরসভার জমিতে বেআইনি ভাবে পার্টি অফিস তৈরী করা হচ্ছে । খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যদিও এই প্রসঙ্গে এলাকার কাউন্সিলার তাপস মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, এটা সরকারি জমি ঠিকই। কিন্তু আমরা নতুন করে কোনও পার্টি অফিস করছিলাম না। আগেই একটা পার্টি অফিস ছিল। কিন্তু ওটা ভেঙ্গে গিয়েছিল। তাই আমরা পাশের জমিতে পার্টি অফিস তৈরির কাজ শুরু করি। যখন কলকাতা পুরসভার এই জমি দরকার হবে তখন আমরা ছেড়ে দেব। গত ১৪ বছর ধরে এই পার্টি অফিসটা এখানে রয়েছে। এই পার্টি অফিসের উদ্বোধন করেন তখনকার শ্রীরামপুরের সাংসদ আকবর আলী খন্দকার। রাজ্যের বহু নেতা এখানে আসেন এবং বৈঠক করেন। কিছু দিন আগে এই অফিসে একটি লরি ধাক্কা মারে। তার ফলে অফিসটি হেলে যায়। তাই স্থানীয় তৃণমূল নেতারা নতুন করে পাশের জায়গায় অফিসটা তৈরীর সিদ্ধান্ত নেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!