এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ ও পুলিশকে প্রবল হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ ও পুলিশকে প্রবল হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল ভোট-পরবর্তী হিংসা, বিজেপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা কেস দেওয়ার অভিযোগ, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদ জানিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা কর্মীরা। যেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়া বিজেপি বিধায়ক অশোক দিন্দা, তাপসী মন্ডল, শান্তনু প্রামানিক, বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েক ও কয়েকশো বিজেপি কর্মী। যেখানে পুলিশ সুপারকে স্মারকলিপি দিলেন বিজেপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।

গণমাধ্যমের সামনে শুভেন্দু অধিকারী জানালেন, একটা বাচ্চা ছেলে এসপি সেখানে এসেছেন। তাঁর উদ্দেশ্যে তিনি জানালেন, এখানে চটিমনি, পিসিমণি কেউ তাঁকে বাঁচাতে পারবেন না। ভাইপোর অফিস থেকে যারা তাঁকে ফোন করেন, সমস্ত কল রেকর্ড তাঁর কাছে আছে। অনেক পুরনো খেলোয়ার তিনি। এসপির উদ্দেশ্যে তিনি জানালেন, তাঁরা হলেন সেন্ট্রাল ক্যাডারের অফিসার। এমন কাজ না করুন, যার জন্য কাশ্মীরের অনন্তনাগে গিয়ে ডিউটি করতে হয় তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারী জানালেন, রাজ্যের ভোট পরবর্তী অশান্তি নিয়ে হাইকোর্টে মামলা করা হচ্ছে। যেখানে একাধিক পুলিশ কর্তার নাম রয়েছে। দিদিমণি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ তাদের বাঁচাতে পারবেন না। বেছে বেছে বিজেপির নেতা-কর্মীদের নামে মামলা দেয়া হচ্ছে। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন, এখনো সময় আছে তাঁরা সচেতন হোন। না হলে ভবিষ্যৎ অন্ধকার। তিনি জানালেন পুলিশের হাতে রাজ্য সরকার থাকলেও, তাঁদের হাতে রয়েছে কেন্দ্র সরকার। তাই তাঁদের ভয় দেখানোর চেষ্টা না করতে।

শুভেন্দু অধিকারী জানালেন, রাজীব কুমার, প্রবীণ ত্রিপাঠি, আলাপন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কথা শুনতে গিয়ে তাঁদের ভালো হয়নি। তিনি জানালেন, মিথ্যা মামলা নিয়ে জনস্বার্থ মামলা করে সিবিআই তদন্তের প্রস্তুতি নিচ্ছেন তিনি। তিনি জানালেন, জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে অনেক আইসি, এসআই এর নাম রয়েছে। ৫ জন এসপি, ৬০ জন ওসি, আইসির নাম সেখানে রয়েছে। যেসব মিথ্যা মামলা করা হয়েছে, তার সমস্ত সার্টিফাই কপি তিনি জোগাড় করেছেন। যার বিরুদ্ধে মামলা করবেন তিনি। তিনি জানালেন, তাঁদের হাতে কেন্দ্রীয় সরকার আছে। বিজেপিকে এত দুর্বল ভাবার কোন কারণ নেই। ৯ ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিনে তিনি এক লক্ষ মানুষ নিয়ে জমায়েত করবেন ও এসপি অফিস ঘেরাও করবেন বলে, হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!