এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পুলিশ তুলে নিয়ে গিয়ে পিটিয়ে-গুলি করে খুন করেছে বিজেপি কর্মীকে? বিস্ফোরক অভিযোগে তোলপাড় রাজ্য

পুলিশ তুলে নিয়ে গিয়ে পিটিয়ে-গুলি করে খুন করেছে বিজেপি কর্মীকে? বিস্ফোরক অভিযোগে তোলপাড় রাজ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এ রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে- এই নিয়ে বহু দিন ধরেই অভিযোগ জানিয়ে আসছে রাজ্যের গেরুয়া শিবির। সাম্প্রতিককালে এমন কিছু ঘটনা ঘটে রাজ্যজুড়ে, যাতে গেরুয়া শিবিরের এই অভিযোগ আরও পাকাপোক্ত হয়ে ওঠে। বেশ কিছুদিন আগে পর পর কয়েকজন বিজেপি বিধায়ক, কর্মীর মৃত্যু সামনে আসে। শুরু হয় তুমুল হইচই রাজ্যজুড়ে। প্রশ্ন ওঠে, মৃত্যুগুলির স্বাভাবিকত্ব নিয়ে। আবারও একইভাবে বিজেপি কর্মীর মৃত্যুতে শুরু হয়েছে উত্তর দিনাজপুরের ইটাহারে প্রতিবাদ।

এ প্রসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এদিন তিনি মালদা পৌঁছেছিলেন, সেখানে চায় পে চর্চায় যোগ দিতে। সম্প্রতি উত্তর দিনাজপুরের ইটাহারে অনুপ রায় নামক এক বিজেপি কর্মীর মৃতদেহ মেলে। মৃত অনুপ রায়ের পরিবারসূত্রে জানা গেছে, বুধবার সকালে দুই বাইক আরোহী বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অনুপকে। কিন্তু তারপর থেকে তাঁর আর কোন খোঁজ পাওয়া যায়নি। আর তারপরে রাতে অবিশ্বাস্যভাবে নিখোঁজ বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সায়ন্তন বসু এদিন অভিযোগ করেন, পুলিশ অনুপ রায়কে তুলে নিয়ে গিয়ে প্রথমে লকআপে পেটায় এবং তারপর গুলি করে খুন করে। আর সে কারণেই তিনি পুনরায় ময়না তদন্তের দাবি জানিয়েছেন। বিজেপি খুনের প্রতিবাদ জানাতে আগামী শুক্রবার রায়গঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে বলেও তিনি জানান। অন্যদিকে ইটাহারে বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে শুরু হয়েছে এলাকায় চাঞ্চল্য। সূত্রের খবর, পুলিশ বিজেপি কর্মী অনুপ রায়ের মৃত্যু তদন্ত শুরু করেছে।

তবে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো তথ্য পুলিশের হাতে আসেনি বলে জানা গেছে। অন্যদিকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে শাসকদলের বিরুদ্ধে বিজেপি কর্মীর মৃত্যুকে হাতিয়ার করে আন্দোলনে নামতে চলেছে গেরুয়া শিবির। অন্যদিকে এই আন্দোলন গেরুয়া শিবিরের ভোটবাক্সে কোনো প্রভাব ফেলে কিনা সে দিকে কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলের। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, আগামী বেশ কিছুদিন এই মৃত্যুর ঘটনা নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব যে তুঙ্গে উঠবে সেকথা নিশ্চিতরূপে বলা যায়।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!