এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পুলিশকে সোজাসুজি হুমকি বিজেপি সাংসদের, ঘটনায় চাপানউতোর রাজনৈতিক মহলে

পুলিশকে সোজাসুজি হুমকি বিজেপি সাংসদের, ঘটনায় চাপানউতোর রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার দলের নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার এর ঘটনায় পুলিশের বিরুদ্ধে রীতিমতো ফুঁসে উঠলেন বিজেপি সাংসদ। সোজাসুজি পুলিশকে দিলেন হুমকি আর এই হুমকি দেওয়া নিয়ে সম্প্রতি রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু সম্প্রতি পুলিশের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন, কারণ হিসেবে জানা গেছে দলেরই এক নেতাকে ভুল অভিযোগে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। এদিন সংশোধনাগারে দলীয় কর্মীর সাথে দেখা করতে যান বিজেপি সাংসদ খগেন মুর্মু।

এবং সেখানেই তিনি সরাসরি পুলিশের রাস্তায় হাঁটাচলা বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেন বলে জানা গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংসদ খগেন মুর্মুর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যসভার সাংসদ ও তৃণমূল জেলা সভানেত্রী মৌসম নুর। এই ঘটনার সূত্রপাত অবশ্য বেশ কিছুদিন আগে বলে জানা গেছে। চাঁচল এর বেহাল রাস্তার প্রতিবাদ জানান বিজেপি কর্মী প্রসেনজিৎ শর্মা। সে সময় তাঁর ওপর হামলা চালায় তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরা বলে অভিযোগ ওঠে।

বিজেপির পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানানো হলে পুলিশ এসে অভিযুক্তদের গ্রেপ্তার না করে সরাসরি প্রসেনজিৎ শর্মাকে গ্রেফতার করে নিয়ে যায়। আর সেই ঘটনার রেশ ধরেই বৃহস্পতিবার জেলা সংশোধনাগারে দেখা করতে আসেন সাংসদ খগেন মুর্মু। এবং সেখানেই তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উদ্গীরণ করেন বলে জানা গেছে। অন্যদিকে বিজেপি সাংসদ খগেন মুর্মুর এই মন্তব্য প্রকাশ আসার পরেই রাজ্যসভার সংসদ ও তৃণমূল জেলা সভানেত্রী মৌসম নূর সরাসরি প্রশ্ন তুলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন মৌসম নুর বলেন, একজন নির্বাচিত সাংসদ হয়ে এরকম আইন হাতে তুলে নেওয়ার মতন প্ররোচনামূলক  মন্তব্য কি করে করতে পারেন? যথারীতি মৌসুম নূর দাবি করেছেন, খগেন মুর্মুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার। অন্যদিকে চাঁচলের ঘটনার অন্যরূপ শোনা যাচ্ছে মৌসম নূর এর গলায়। তাঁর কথায়, ঘটনার সূত্রপাত হয় বিজেপির গোলমালের কারণে। পঞ্চায়েত প্রধানসহ অন্য সদস্যদের বিজেপির প্রতিবাদকারীরা উত্যক্ত করতে শুরু করে। বিক্ষোভকারীরা তৃণমূলের দলীয় কর্মীদের ওপর হামলা চালায় এবং তারপরেই পুলিশ প্রসেনজিৎ শর্মাকে গ্রেপ্তার করে।

অন্যদিকে জানা গেছে, ধৃত বিজেপি নেতাকে ছাড়া নাহলে এবং বিজেপির অভিযোগের ভিত্তিতে তৃণমূলের তিন নেতাকে গ্রেপ্তার করা না হলে বড় আন্দোলন শুরু হবে মালদা জেলায়। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে বলে অভিযোগ তোলেন এদিন বিজেপি সাংসদ খগেন মুর্মু। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপির অভিযোগ থাকলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে পক্ষপাতিত্বের, তা মোটেই ঠিক নয়। আপাতত পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকে লক্ষ্য রাখবে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!