এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পুলিশের হাত থেকে জেল হেফাজতে প্রভাবশালী বিজেপি নেতা ! ক্রমশ অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরে ?

পুলিশের হাত থেকে জেল হেফাজতে প্রভাবশালী বিজেপি নেতা ! ক্রমশ অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরে ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ১৪ আগস্ট স্বাধীনতা দিবসের ঠিক আগের দিনেই হঠাৎ করেই ক্ষোভে ও বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকা। জনৈক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এই এলাকার মধ্যে। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি সুরজিৎ সেনকে স্বাধীনতা দিবসের দিন পুলিশ গ্রেপ্তার করে। এরপর তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয়া হয়েছিল জেলা আদালতের পক্ষ থেকে, আর পুলিশি হেফাজতের পর এবার তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিল জেলা আদালত।

প্রসঙ্গত, চোপড়ায় এই ছাত্রীর রহস্যজনক মৃত্যু প্রসঙ্গে ইতিমধ্যেই বেশ কিছু অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । যাদের মধ্যে একজন হলেন বিজেপির জনৈক কর্মী সুবোধ সরকার। পুলিশি জেরা চলাকালীন তার জবানবন্দিতে জেলার সহ সভাপতি সুরজিৎ সেনের নাম উঠে এসেছিল। আর সেই সূত্র ধরেই সুরজিৎ সেনকে গ্রেফতার করার ও তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় পুলিশ।

 

গ্রেপ্তারের পরদিন ১৬ ই আগস্ট তাঁকে ইসলামপুর মহকুমা আদালতে বিচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। সেদিন আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ৫ দিনের তাঁকে পুলিশি হেফাজতে রাখা হয়েছিল। তারপর তাঁর পুলিশি হেফাজত শেষ হলে আদালত পুনরায় তাকে জেল হেফাজতের নির্দেশ দিলো। এ প্রসঙ্গে আদালতের সরকার পক্ষের আইনজীবী সঞ্জয় ভাওয়াল জানিয়েছেন, ” সুরজিৎ সেনকে ২৫ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, চোপড়ার জনৈক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে স্বাধীনতা দিবসের তিনি ইসলামপুরে পুলিশ সুপারের অফিসের সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন শুরু করেন স্থানীয় বিজেপি সদস্যের। থানার সামনে এই বিক্ষভ প্রদর্শন কালে ১১ জন বিজেপি সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

ধৃতদের মধ্যে সহ সভাপতি সুরজিৎ সেনও ছিলেন। সুরজিৎ সেনের বিরুদ্ধে বিক্ষভ কালে চোপড়ার জাতীয় সড়ক অবরোধ, পুলিশের উপরে আক্রমণ ও ধস্তাধস্তি, সরকারি সম্পত্তি ধ্বংস করা ছাড়াও একাধিক অভিযোগ উঠছে। এর একারণেই এই কাণ্ডে ধৃত অন্য বিজেপি কর্মীরা ইতিমধ্যেই জামিন পেলেও, জেল হেফাজত হয়েছে সুরজিৎ বাবুর।

উত্তর দিনাজপুর বিজেপির সহ-সভাপতির উপরে এরকম পুলিশি হয়রানির বিরুদ্ধে সরব হতে দেখা গেল উত্তর দিনাজপুর বিজেপি নেতৃত্বকে। সুরজিৎ সেনকে গ্রেফতার ও তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে উত্তর দিনাজপুর জেলার  বিজেপি সভাপতি শ্বজিৎ লাহিড়ী জানিয়েছেন, ” আমাদের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। বিজেপিকে দুর্বল করার চেষ্টা চলছে। এভাবে বিজেপিকে দুর্বল করা যাবে না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!