এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > পুলিশের পরিচয় দিয়ে বড়সড় আর্থিক প্রতারণা রাজ্যে, জোর চাঞ্চল্য!

পুলিশের পরিচয় দিয়ে বড়সড় আর্থিক প্রতারণা রাজ্যে, জোর চাঞ্চল্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ভুয়ো ভ্যাকসিনের ঘটনায় দেবাঞ্জন দেব গ্রেপ্তার হওয়ার পরই নানা বিস্ফোরক তথ্য উঠে এসেছে প্রশাসনের অন্দরে। যেখানে নীল বাতি ব্যবহার করা থেকে শুরু করে একাধিক প্রভাবশালীর পরিচয় দিয়ে কাজ হাসিল করে নেওয়ার অভিযোগ উঠেছে ভুয়ো ভ্যাকসিনের ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে। তবে এরপর থেকেই কার্যত তৎপরতা গ্রহণ করেছে প্রশাসন। কোনোভাবেই যাতে প্রশাসনের কোনো শীর্ষ কর্তার নাম ভাঙ্গিয়ে কেউ কোনো অপরাধমূলক কাজ করতে না পারে, তার জন্য প্রশাসনের অন্দরমহলে বাড়তি সর্তকতা গ্রহণ করা হয়েছে।

কিন্তু তারপরেও এবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক উচ্চপদস্থ আধিকারিকের পরিচয় দিয়ে আর্থিক প্রতারণা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। যেখানে প্রতারণার শিকার হওয়া ব্যক্তি সেই ব্যক্তির জালে পড়ে কার্যত 14 লক্ষ টাকা বিসর্জন দিয়েছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসার পরই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যজুড়ে। একের পর এক প্রভাবশালীর পরিচয় দিয়ে যেভাবে অপরাধপ্রবণতার ঘটনা ঘটেই চলেছে গোটা বাংলাজুড়ে, তাতে প্রশাসনের অন্দরমহলে তৈরি হয়েছে বড় মাপের প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষ সূত্র মারফত খবর, বেশ কয়েক বছর আগে অর্কপ্রভ মজুমদার নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় রিচার্ড নামে এক ব্যক্তির। যেখানে রিচার্ড নিজেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিক বলে পরিচয় দেয়। আর তারপরেই বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে অর্কপ্রভ মজুমদারের কাছ থেকে ধাপে ধাপে 14 লক্ষ টাকা নেয় অভিযুক্ত। কিন্তু তারপরেও কাজের কাজ কিছুই হয়নি। আর এর পরেই অর্কপ্রভবাবু সেই টাকা ফেরত চাইলে তাকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রিচার্ডের বিরুদ্ধে। পরবর্তীতে পুলিশের দ্বারস্থ হন সেই অর্কপ্রভ মজুমদার। বর্তমানে ব্যারাকপুর আদালতে একটি মামলা দায়ের করেছেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই নতুন করে প্রশ্ন দানা বেঁধেছে প্রশাসনের মধ্যে।

অনেকে বলছেন, এই ঘটনার পেছনে দেবাঞ্জন দেবের ঘটনার সঙ্গে অনেক মিল পাওয়া যাচ্ছে। কেননা দেবাঞ্জনবাবু ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার হওয়ার পর তিনি অনেক প্রভাবশালীর নাম ভাঙিয়ে অনেক কাজ হাসিল করেছেন বলে অভিযোগ সামনে আসছে। শুধু তাই নয়, নীল বাতির গাড়ি ব্যবহার করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। আর এই পরিস্থিতিতে এবার ব্যারাকপুর পুলিশ কমিসনারের উচ্চপদস্থ আধিকারিকের পরিচয় দিয়ে 14 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।

তবে একের পর এক এই ধরনের অপরাধ প্রবনতার ঘটনা কেন রাজ্যজুড়ে সামনে আসতে শুরু করেছে, এখন এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। কেন একের পর এক প্রভাবশালী নাম ভাঙিয়ে অপরাধের ঘটনা ঘটলেও, এতদিন প্রশাসনের কোনো নজর ছিল না, সেই ব্যাপারে প্রশ্ন তুলতে শুরু করেছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!