এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুলিশের সঙ্গে বচসা ও পুলিশকে সরাসরি হুঁশিয়ারি সায়নী ঘোষের

পুলিশের সঙ্গে বচসা ও পুলিশকে সরাসরি হুঁশিয়ারি সায়নী ঘোষের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ, অন্যদিকে বিজেপির প্রার্থী হয়েছেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। আজ এই কেন্দ্রের এক বুথে পুলিশের সঙ্গে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের বচসা বাধে। এমনকি পুলিশকে তিনি হুমকি পর্যন্ত দিয়েছেন বলে, অভিযোগ উঠেছে।

আজ আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনার তরী স্কুলের এক বুথ পরিদর্শনে এসে পুলিশের সঙ্গে বচসা বাঁধালেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তিনি দাবি করেছেন, এই বুথে তৃণমূলের এজেন্টদের বসতে বাধা দিচ্ছেন বিজেপি কর্মীরা, এ খবর পেয়ে তিনি বুথ পরিদর্শনে এসেছিলেন। এসময় পুলিশ বাধা দেয় তাঁকে। কর্তব্যরত এসআই জানিয়েছেন, বুথের ভিতরে অতিরিক্ত লোক নিয়ে কেন এসেছেন তৃণমূল প্রার্থী?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এএসআই এ কথা বলার পরেই পুলিশের সঙ্গে বচসা বাধে অভিনেত্রীর। পুলিশ তাঁকে জানান, তিনি প্রার্থী তিনি একা কথা বলবেন। তার সঙ্গে এত লোক নিয়ে কেন তিনি বুথে এসেছেন? জমায়েত সরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। এরপর পুলিশের সঙ্গে বচসা তীব্র হয় অভিনেত্রীর। পুলিশকে হুমকি দিয়ে সায়নী ঘোষ জানান, ২ রা মের পর বুঝে নেয়া হবে।

পুলিশের সঙ্গে সায়নী ঘোষের বচসা ও পুলিশকে হুমকি প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল জানালেন যে, তাঁদের নেত্রী আগেই শাসিয়ে গিয়েছেন। এটাই হল তৃণমূলের সংস্কৃতি। তৃণমূল বুথ জ্যাম, নির্বাচনে বিলম্ব করছে বলেও অভিযোগ করেছেন অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, নানা বাহানা করে ভোটে দেরি করাতে চাইছে শাসকদল তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!