এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুলিশের তারায় এলাকা ছাড়া তৃণমূলের প্রভাবশালী নেতা, ভোট ম্যানেজ হবে কি করে ভেবে অস্থির দল

পুলিশের তারায় এলাকা ছাড়া তৃণমূলের প্রভাবশালী নেতা, ভোট ম্যানেজ হবে কি করে ভেবে অস্থির দল

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আগে এবার চরম বিপাকে পড়ল তৃণমূল কংগ্রেস। চাপরা ব্লকের তৃণমূলের অন্যতম সাংগঠনিক এবং দক্ষ নেতা হিসেবে পরিচিত রাজিব শেখ। মিটিং-মিছিল থেকে শুরু করে এলাকার সংগঠনে শেষ কথা বলতেন তিনি। কিন্তু সেই রাজীব শেখকে নিয়েই এখন অস্বস্তি তৈরি হয়েছে শাসকদলে। জানা গেছে, তৃণমূলের একটা অংশ সেই রাজীববাবুকে সমাজবিরোধী তকমা দিতে মরিয়া হয়ে উঠেছেন। যার কারণে এখন পুলিশের তারা খেয়ে রীতিমত এলাকা ছাড়া সেই রাজীব শেখ।

স্বাভাবিক ভাবেই তিনি না থাকলে কি করে এলাকায় তৃণমূলের সংগঠন শক্তিশালী হবে এবং আগামী দিনে এখানে ভালো করবে তৃণমূল, তা নিয়ে অনেকেরই চিন্তা বাড়তে শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, 2011 সালের বিধানসভা নির্বাচনের সময় থেকেই চাপড়াতে তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছিলেন এই রাজীববাবু। তবে তার বিরুদ্ধে তৃণমূলের অনেকেই নানা সময় নানা অভিযোগ করতে শুরু করেছিলেন। একাংশের অভিযোগ ছিল, সমাজবিরোধীদের নিয়ে নিজের বাহিনী তৈরি করে নিজের মত করে পথ চলতেন এই রাজিব শেখ। যার কারণে অনেকেই ঠিকমত মতামত প্রকাশ করতে পারতেন না।

বিশেষ সূত্র মারফত খবর, একসময় বিধায়ক রুকবানুর রহমানের হাত ধরেই রীতিমত প্রভাবশালী হয়ে উঠেছিলেন এই রাজীব শেখ। কিন্তু বর্তমানে এই রুকবানুর রহমানের সঙ্গে ব্লগ তৃনমূলের সভাপতি জেবের শেখের তীব্র বিবাদ তৈরি হয়েছে। সেদিক থেকে জেবের সাহেব রাজীববাবুকে দমানোর চেষ্টা করেছিলেন। আর এর মধ্যেই হঠাৎ করে গাছায় রাস্তা অবরোধকে কেন্দ্র করে গুলি চলার ঘটনায় মূল অভিযোগ ওঠে সেই রাজীব শেখের বিরুদ্ধে।

স্বাভাবিকভাবেই সেই রাজীববাবুর বিরোধী গোষ্ঠী এখন এর সুযোগ নিয়ে তাকে কোণঠাসা করতে রীতিমত তৎপর হয়ে উঠেছে। যার কারণে পুলিশের তারা খাওয়ার ভয়ে এখন রীতিমত এলাকাছাড়া সেই রাজীব শেখ। কিন্তু রাজীব শেখ এলাকাছাড়া হওয়ায় তৃণমূলের একটা অংশ অবশ্য আশঙ্কায় প্রহর গুনতে শুরু করেছেন। এতদিন এই এলাকায় শেষ কথা বলতেন রাজীববাবু। এলাকার সংগঠন সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তার। ফলে তিনি এখন এলাকাছাড়া হয়ে যাওয়ায় তৃণমূলের ভোটবাক্স কতটা মজবুত থাকবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে চাপরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খোরশেদ আলম মন্ডল বলেন, “রাজীব দলের জন্য অনেক কিছু করেছে। আজ দল তার যা প্রতিদান দিচ্ছে, সেটা ঠিক হচ্ছে না। অন্যদিকে এই ব্যাপারে রাজীব শেখের পুরোনো জায়গা তাকে ফিরিয়ে দেওয়া উচিত বলে দাবি জানিয়েছেন কলিঙ্গ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিদ আলম। একইভাবে রাজিব শেখের পক্ষ অবলম্বন করেছেন তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান।

তিনি বলেন, “রাজীব যদি কোনো অন্যায় করে থাকে, তার জন্য পুলিশ প্রশাসন আছে। কিন্তু দলের নেতৃত্বের উচিত তাকে ঠিক ভাবে ব্যবহার করা। দলের কর্মী হিসেবে রাজীবের অবশ্যই প্রয়োজন রয়েছে।” কিন্তু রাজীব শেখের গুরুত্ব মানতে রাজি নন তার বিরোধী গোষ্ঠীর নেতা জেবের শেখ। তিনি বলেন, “মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেন। আর মাথার উপরে আমাদের জেলা সভানেত্রী আছেন। বাকি কে কি করল, তাতে কিছু আসবে যাবে না।”

কিন্তু তিনি এবং তার অনুগামীরা রাজীব শেখের গুরুত্ব উপলব্ধি করতে না চাইলেও, এতদিন ধরে যে রাজীব শেখ এলাকার সংগঠন ধরে রেখেছিলেন, সেই তিনি এখন এলাকাছাড়া হয়ে যাওয়ায় তৃণমূলের যথেষ্ট ক্ষতি হবে বলে দাবি করছেন একাংশ। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!