এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনার গেরো কাটিয়ে অবশেষে শুরু হয়েছে পোলিও অভিযান। আজ শেষ দিনে কি পরিস্থিতি? দেখে নিন এই সংক্রান্ত যাবতীয় তথ্য

করোনার গেরো কাটিয়ে অবশেষে শুরু হয়েছে পোলিও অভিযান। আজ শেষ দিনে কি পরিস্থিতি? দেখে নিন এই সংক্রান্ত যাবতীয় তথ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গত ১৭ই জানুয়ারি থেকে পোলিও অভিযান শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানান হয়েছিল। সেখানে প্রধান স্বাস্থ্য সচিবের উদ্দেশ্যে ৯ তারিখে লেখা একটি চিঠিতে এমন করার কারণ অনিশ্চিত বলেই জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। তবে বিশেষজ্ঞদের মতে, যেহেতু ১৬ই জানুয়ারি থেকে দেশজুড়ে করোনা প্রতিষেধক টিকাকরণ অভিযান চালু হওয়ার কথা ছিল, তাই এই দুটি প্রকল্প একসাথে চালানো পরিপন্থী হবে বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই মনে করা হয়েছিল।

আর সেই কারণেই আপাতত পোলিও প্রতিষেধক অভিযানকে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের স্বাস্থ্যসচিব জানিয়েছিলেন যে, করোনা ভ্যাকসিন টিকাকরণের প্রকল্পের জন্য আপাতত অন্যান্য স্বাস্থ্য প্রকল্পগুলিকে পিছিয়ে দেওয়ার বা তাদের সময়সীমা পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, যদিও প্রতি বছর জানুয়ারি মাসে এই পোলিও টিকাকরণ প্রকল্প শুরু হয়, তবে এবছর করোনার কারণে যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে টিকাকরণের আগে সেই ঘটনা যাতে না ঘটে তার জন্যই এহেন কাজ করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসঙ্গে করোনা পরিস্থিতিতে এই প্রকল্প আপাতত পিছিয়ে গেলেও ভবিষ্যতে তা পুনরায় নির্ধারিত নিয়মে হবে বলেও জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। আর এবার করোনার সেই গেরো কাটিয়েই শুরু হয়ে গেল দেশ জুড়ে টিকাকরণ প্রক্রিয়া। পোলিও জাতীয় টিকাদান দিবস হিসেবে ৩১ জানুয়ারী, রবিবার থেকে টিকাদান প্রক্রিয়া চালু করা হয়েছে বলেও জানা গেছে। তিন দিন ব্যাপী এই পোলিও টিকা অভিযানে ৫ বছরের কম বয়সের সমস্ত শিশু যাতে টিকা পায়, সেই দাবি করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, কর্মসূচির প্রাক্কালে শনিবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ শিশুদের পোলিও ফোঁটা খাওয়ান। সেখানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবেকে উপস্থিত থাকতে দেখা যায়। সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, তাঁদের লক্ষ্য হল দেশকে পোলিও মুক্ত করা।

সেইসঙ্গে প্রায় এক কোটি শিশুর পোলিও টিকা নিশ্চিত করা। সেইসঙ্গে পোলিও টিকাদান অভিযানে করোনা সাবধানতা যাতে মেনে চলা হয়, সেই বিষয়েও জানানো হয়েছে। পিতা-মাতা ছাড়াও স্বাস্থ্যসেবা কর্মীদের মাস্ক পরে থাকা থেকে শুরু করে শারীরিক দূরত্ব অনুসরণ করা ও হাতকে যথাযথভাবে স্যানিটাইজ করতে হবে বলেও জানান হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!