এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একুশের নির্বাচনের আগে উত্তরবঙ্গের সমীকরণে বড়সড় পরিবর্তন? একযোগে ঘুম উড়বে তৃণমূল-বিজেপির?

একুশের নির্বাচনের আগে উত্তরবঙ্গের সমীকরণে বড়সড় পরিবর্তন? একযোগে ঘুম উড়বে তৃণমূল-বিজেপির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আর কিছুদিন বাকি। তার আগে শাসক থেকে বিরোধী প্রতিটি রাজনৈতিক দল চেষ্টা করছে নিজেদের মাটিকে শক্ত করার। মূলত এই বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপির মধ্যেই মূল লড়াই হবে বলে ধরে নেওয়া হয়েছে। তবে এর মাঝখানেই শাসক থেকে বিরোধী, দুই দলের ঘুম উড়িয়ে দিতে নতুন এক সমীকরণ তৈরি হচ্ছে উত্তরবঙ্গের মাটিতে বলে জল্পনা ছড়িয়ে পড়ল।

সূত্রের খবর, এবার দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে গ্রেটার নেতা বংশী বদন বর্মন একুশের বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন বলে জোর চর্চা শুরু হয়েছে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের বেশ কিছু আসনে গ্রেটারের তরফ থেকে প্রার্থী দেওয়ার ব্যাপারেও আভাস পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই যেখানে শাসক দল তৃণমূল এবং বিজেপির মধ্যে মূল লড়াই হবে বলে ধরে নেওয়া হয়েছে, সেখানে গ্রেটারদের তরফ থেকে যদি প্রার্থী দেওয়া হয়, তাহলে দুই দলেরই সমস্যার মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, বিগত এক বছরের বেশি সময় ধরে উত্তরবঙ্গের বংশী বদন বর্মনের নেতৃত্বে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন তাদের লড়াই চালিয়ে যাচ্ছে। বুথ থেকে অঞ্চল বিভিন্ন জায়গায় সংগঠনকে শক্তিশালী করতে এতদিন তারা প্রবলভাবে লড়াই দিচ্ছিল। উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক আন্দোলন গড়ে তুলে ভারতভুক্তির দাবি জানাতে দেখা দিয়েছিল এই সংগঠনকে। কিন্তু তবে এতদিন যে তারা বিধানসভা নির্বাচনে লড়াই দেবে, সেই ব্যাপারে এই সংগঠনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি কিন্তু এবার বংশীবদন বর্মনের মন্তব্যে নতুন করে ছড়িয়ে পড়ল।

তাহলে কি উত্তরবঙ্গের জোর লড়াই দেবে বংশী বদন বর্মন? এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন এলেই সব পরিষ্কার হয়ে যাবে। আমরা জাতি ও মাটির আন্দোলনের সঙ্গে যুক্ত। দাবি আদায়ে সারা বছর কাজ করে থাকি। জনপ্রতিনিধি থাকলে দাবি আদায় আরও সহজ হবে।” বিশেষ সূত্র মারফত খবর, উত্তরবঙ্গের 54 টি আসনের মধ্যে বেশিরভাগ আসনেই গ্রেটার কোচবিহার তাদের প্রার্থী দিতে পারে‌। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, উত্তরবঙ্গের মাটিকে এই সংগঠন ধীরে ধীরে তাদের প্রভাব বিস্তার করতে শুরু করেছে। বিভিন্ন সময় উত্তরবঙ্গের মানুষের পক্ষ থেকে অভিযোগ ওঠে, যে দলই রাজ্যে সরকার গঠন করুক, উত্তরবঙ্গের স্বার্থ সুরক্ষিত রাখে না।

সেদিক থেকে উত্তরবঙ্গের স্বার্থ সুরক্ষিত রাখতে ভোট বাক্সে যদি ঠিকমত প্রভাব ফেলতে পারে গ্রেটার কোচবিহার, তাহলে আসন্ন বিধানসভা নির্বাচনে তারা উত্তরবঙ্গের নির্ণায়ক ভূমিকা পালন করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!