এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পঞ্চম দফা পর্যন্ত বিজেপির প্রাপ্ত আসন কত? জানিয়ে দিলেন দিলীপ ঘোষ!

পঞ্চম দফা পর্যন্ত বিজেপির প্রাপ্ত আসন কত? জানিয়ে দিলেন দিলীপ ঘোষ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কারা রাজ্যের ক্ষমতা দখল করবে, তা আগামী 2 মে পরিষ্কার হয়ে যাবে। ইতিমধ্যেই পঞ্চম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে রাজ্যে। বাকি রয়েছে আরও তিন দফার নির্বাচন। কিন্তু তার আগেই প্রতিটি দফার নির্বাচনে তৃণমূল থেকে বিজেপি প্রত্যেকে দাবি করছে, এবার তারাই রাজ্যে ক্ষমতা দখল করছে।

একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে নরেন্দ্র মোদী, এতদিন পর্যন্ত যে সমস্ত দফায় নির্বাচন হয়েছে, সেই দফাগুলোতে সবথেকে বেশি তারাই আসন লাভ করবে বলে দাবি করছেন দুই পক্ষের দুই হেভিওয়েট নেতা নেত্রী। আর এই পরিস্থিতিতে পঞ্চম দফার নির্বাচনের পর এখন পর্যন্ত বিজেপি কত আসনে জয়লাভ করেছে, তা জানিয়ে দিলেন দলের রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, আজ প্রাতঃভ্রমণে বের হন বিজেপির রাজ্য সভাপতি। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ব্যাপারে প্রশ্নের জবাব দেন তিনি। দিলীপ ঘোষ বলেন, “180 টির মধ্যে 125 টি আসনে বিজেপির জয়লাভ নিশ্চিত হয়ে গিয়েছে। যারা খেলা হবে বলেছিলেন, তারা খেলা ছেড়ে এখন পালিয়ে গিয়েছিলেন। বাকি ম্যাচটা বিজেপি শেষ করবে।”

অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি এই কথা বলার পর রীতিমতো গুঞ্জন তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে? সত্যিই কি তাহলে এতগুলো আসন দখলের ব্যাপারে কার্যত আত্মবিশ্বাসী ভারতীয় জনতা পার্টি? কেননা এর আগে লোকসভা নির্বাচনের সময় বিজেপির পক্ষ থেকে যা বলা হয়েছিল, পরবর্তীতে ফল প্রকাশের পর তা হুবহু মিলে যায়। এবারেও যদি তা হয় তাহলে রাজ্যে যে বড়সড় পরিবর্তন আসতে চলেছে, সেই ব্যাপারে নিশ্চিত গেরুয়া শিবিরের একাংশ।

বিশ্লেষকদের মতে, রাজ্য রাজনীতিতে এখন আসন সংখ্যা নিয়ে চূড়ান্ত তরজা চলছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি সভা থেকে দাবি করছেন, বিজেপি ভোকাট্টা হয়ে যাবে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, রাজ্যে এবার পরিবর্তন নিশ্চিত। আর এই পরিস্থিতিতে পঞ্চম দফার নির্বাচনের পর 180 টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 125 টি বিধানসভা কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত বলে শোরগোল তুলে দিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে দিলীপবাবুর এই দাবি কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার জন্য, নাকি বাস্তবে তা প্রতিষ্ঠিত হয়, তা ভোটবাক্স খোলার পরই পরিষ্কার হয়ে যাবে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!