এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কচুরিপানায় নেমে নিজের হাতে পরিষ্কার হেভিওয়েট মন্ত্রীর, জেনে নিন!

কচুরিপানায় নেমে নিজের হাতে পরিষ্কার হেভিওয়েট মন্ত্রীর, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশি দিন ক্ষমতায় থাকলে নাকি দম্ভ হয়ে যায়। ঔদ্ধত্যে নাকি মাটিতে পা পড়ে না। যখন যারা শাসকদলের ক্ষমতায় বসেছে, তখন তাদের নানা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন সাধারন মানুষ। এমনকি বর্তমানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অনেক নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সেই অভিযোগ তুলতে দেখা গেছে।

কিন্তু এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ। বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়িয়ে নানা জনসেবামূলক কাজ করতে দেখা গেছে তাকে। এক্ষেত্রে লজ্জা ভুলে অনেক সময় চাষীদের সাথে গিয়ে কাজে সাথ দেওয়া থেকে শুরু করে কোয়ারেন্টাইন থাকা পরিযায়ী শ্রমিকদের কাছে খাবার পৌঁছে দেওয়া। মানুষের দুঃসময়ে পূর্ব বর্ধমান জেলায় একমাত্র নাম স্বপন দেবনাথ।

কিন্তু এবার কচুরিপানায় নেমে রীতিমত জঞ্জাল পরিষ্কার করতে দেখা গেল রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রীকে। প্রসঙ্গত, প্রতি রবিবার পূর্বস্থলী 1 ব্লকের বাশদহ এবং চাদের বিলের ধারে চারা রোপণ করেন মন্ত্রী স্বপন দেবনাথ। এই রবিবারও তিনি পূর্বস্থলী ব্লকে গিয়েছিলেন। যেখানে 100 দিনের কাজে সাহায্য করার পাশাপাশি কচুরিপানা সাফ করতে দেখা যায় তাঁকে।

জানা যায়, এদিন সাধারণ বাসিন্দারা মন্ত্রীর কাছে অভিযোগ জানান যে, বিলের জলে অনেক কচুরিপানা জমে থাকায় তাদের স্নান করতে অসুবিধে হচ্ছে। আর এরপরই সাধারণ মানুষদের অভিযোগ শুনে রীতিমত ফতুয়া পড়ে, কাঁধে গামছা নিয়ে সেই বিলে নেমে গিয়ে কচুরিপানা পরিষ্কার করে দেন স্বপনবাবু। আর একজন মন্ত্রী রীতিমতো লজ্জা ত্যাগ করে এভাবে মানুষের স্বার্থে কচুরিপানায় নেমে গিয়ে জঞ্জাল সাফ করায় এখন রীতিমতো হতবাক সাধারন মানুষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গোটা ঘটনায় তারা যেমন বিধায়কের কাছে অত্যন্ত খুশি, ঠিক তেমনই এইরকম জনপ্রতিনিধি যে সর্বত্র থাকা দরকার, সেই ব্যাপারেও সেখানকার বাসিন্দারা তাদের অভিমত জানাতে শুরু করেছেন। অর্থাৎ স্বপনবাবু এদিন এই কাজের মধ্যে দিয়ে মানুষের আরও কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও বা এই ব্যাপারে বিরোধীদের তরফে অবশ্য অন্য প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।

তাদের দাবি, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ নাটক করতেই এই সমস্ত কাজ করছেন। এদিন এই প্রসঙ্গে পূর্বস্থলী উত্তরের সিপিএম বিধায়ক প্রদীপ সাহা বলেন, “মন্ত্রী নিজে কাজ করছেন, দেখতে ভালো লাগে। কিন্তু মন্ত্রীর দায়িত্ব কাজ করিয়ে নেওয়া। যাদের ওই কাজ করার কথা, তারা করছে না। আর এই ধরনের কাজ করে বোঝাতে চান, অন্যেরা খারাপ, উনি ভালো। এটা ওনার নিজস্ব ঢঙ। তবে এত কিছু করে তৃণমূল 2021 এ ফিরতে পারবে না।” একইভাবে স্বপন দেবনাথকে এই ব্যাপারে কটাক্ষ করেছে কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেসের সভাপতি গৌরব সমাদ্দার বলেন, “একজন মন্ত্রী হিসেবে ওনার কাজ হচ্ছে সার্বিক উন্নয়ন। মাটি ফেলা ওনার কাজ নয়। 100 দিনের কাজে যে দুর্নীতি হচ্ছে, সেটা যাতে না হয়, সবাই যেন ঠিকঠাক 100 দিনের কাজ পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। মানুষকে বোকা বানিয়ে উনি আজকে কচুরিপানা পরিষ্কার করছেন, কাল মাটি কাটছেন, এসব নাটক করছেন আসল কাছ থেকে সরে।”

অর্থাৎ বিরোধীরা মন্ত্রী স্বপন দেবনাথের এই কাজকে নাটক বলে দাবি করে স্বপনবাবুর প্রচার ভেস্তে দিতে চাইছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্যদের মত স্বপন দেবনাথ নন। তিনি শুধু ভোটের সময় নয়, অন্যান্য সময়েও মানুষের পাশে থেকে মানুষকে নানাভাবে সহযোগিতা করেন। আর এবার সাধারণ মানুষের কথা শুনে কচুরিপানা পরিষ্কার করতে দেখা গেল তাকে। তবে সমালোচকদের বক্তব্য অনুযায়ী, সামনে 2021 এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এখন আরও বেশি করে সক্রিয় হচ্ছেন রাজ্যের মন্ত্রীরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!