এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পরপর দুটি সভা বাতিল মুখ্যমন্ত্রীর, টালমাটাল রাজ্য রাজনীতি

পরপর দুটি সভা বাতিল মুখ্যমন্ত্রীর, টালমাটাল রাজ্য রাজনীতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পরপর দুটি সভা বাতিল হল মুখ্যমন্ত্রীর। আজ বারাসাতে জনসভা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। আজ বারাসাত স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা করার কথা ছিল। কিন্তু আজ বারাসাতের কাছারি মাঠে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দলের কর্মীদের আনাগোনাকে কেন্দ্র করে আইন-শৃংখলার সমস্যার সৃষ্টি হতে পারে, এর সঙ্গে প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রটোকলের কারণে মুখ্যমন্ত্রীর সভা বাতিল করে দিয়েছে প্রশাসন। ফলে আজ বারাসাতে সভা করছেন না মুখ্যমন্ত্রী।

বারাসাতে মুখ্যমন্ত্রীর সভা বাতিল হওয়ার পর সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে, স্বরূপনগরে তিনি জনসভা করবেন। কিন্তু শেষ পর্যন্ত সেখানেও মুখ্যমন্ত্রীর জনসভা বাতিল হয়েছে। জানা গেছে, উপযুক্ত মাঠ না পাওয়ার কারণে স্বরূপনগরে বাতিল হয়েছে মুখ্যমন্ত্রীর সভা। গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি সভার উপযুক্ত মাঠ স্বরূপনগরে। তাই প্রথমে মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে অনিশ্চয়তা, পরে বাতিলের কথা শোনা গেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রীর পরপর দুটি সভা বাতিল হওয়ায়, উঠতে শুরু করেছে নানা প্রশ্ন, সৃষ্টি হয়েছে চাপান উতোর রাজনীতিমহলে। তৃণমূল সূত্রে জানা গেছে যে, মুখ্যমন্ত্রীর পায়ের আঘাত থাকার কারণে মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হেলিপ্যাড ও সভাস্থল স্বল্প দূরত্বে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্ভব হলে হেলিপ্যাড ও মঞ্চ একই মাঠে করা হয়। কিন্তু এ ধরনের মাঠ পাওয়া যায়নি স্বরূপনগরে। তাই শেষ পর্যন্ত গতকাল গভীর রাতে এই সভা বাতিল করে দেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে তৃণমূল নেত্রী বীণা মণ্ডল জানালেন যে, দ্রুত সমস্ত কিছুর আয়োজন করে সভা করা সম্ভব হলো না। তবে স্বরূপনগর, বারাসাতে শীঘ্রই মুখ্যমন্ত্রী সভা করবেন। প্রসঙ্গত, বারাসাতে আগামীকাল মুখ্যমন্ত্রীর জনসভার সম্ভাবনার কথা জানা যাচ্ছে। তবে স্বরূপনগরের সভার দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!