পরাজিত বিজেপি প্রার্থীর পুনর্গণনার দাবিতে করা মামলার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললো হাইকোর্ট কলকাতা বিজেপি রাজনীতি রাজ্য July 9, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বিজেপির মোট ৮ জন প্রার্থী পুনর্গণনার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন, যারা সামান্য ভোটের ব্যবধানে বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন মহিষাদলের বিজেপি প্রার্থী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। পুনর্গণনার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। তবে তিনি যে পদ্ধতিতে মামলা দায়ের করেছেন? তা আদৌ সঠিক কিনা? তার প্রশ্ন উঠেছে আদালতে। এ প্রসঙ্গে রেজিস্টার জেনারেলকে সাত দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নন্দীগ্রামে পরাজিত হবার পর পুনর্গণনার দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আরো কয়েকজন পরাজিত তৃণমূল প্রার্থী, যারা অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন, তাঁরাও পুনর্গণনার দাবি করে আদালতে মামলা দায়ের করেছেন। এরপর বিজেপির ৮ জন প্রার্থী আদালতে মামলা দায়ের করেন। মহিষাদল, জলপাইগুড়ি, পাণ্ডবেশ্বর, মানিকতলা সহ মোট ৮ টি কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থীরা পুনর্গণনার দাবি করে আদালতে মামলা দায়ের করেছেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - গতকাল এই মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জানতে চেয়েছেন যে, মহিষাদলের বিজেপি প্রার্থী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় সঠিক পদ্ধতিতে এই মামলা দায়ের করেছেন কিনা? সাত দিনের মধ্যেই এ বিষয়টি সম্পর্কে বিচারপতিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রেজিস্টার জেনারেলের এই রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন সকলে। সাধারণত, নির্বাচনের ফল প্রকাশের ৪৫ দিনের মধ্যে পুনর্গণনার জন্য মামলা দায়ের করা হয়ে থাকে। কিন্তু বিজেপি প্রার্থীদের মধ্যে অনেকেই এই সময় সীমা পার করে ফেলেছেন। একারণেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই প্রশ্ন তুলেছেন। এক্ষেত্রে আইনজ্ঞরা মনে করছেন যে, যদি মহিষাদলের প্রার্থী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের মামলা আদালত গ্রহণ করে। সেক্ষত্রে, বিজেপির অন্যান্য প্রার্থীদের মামলা গ্রহণ করতেও কোন সমস্যা থাকবে না আদালতের। আপনার মতামত জানান -