এখন পড়ছেন
হোম > জাতীয় > পরাজয়ের গ্লানি ভুলে আগামী দিনের লড়াইয়ের বড়সড় পরিকল্পনা বিজেপির

পরাজয়ের গ্লানি ভুলে আগামী দিনের লড়াইয়ের বড়সড় পরিকল্পনা বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে দলের আশানুরূপ সাফল্য আসেনি। ২০০ টি আসনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু মাত্র ৭৭ টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে। দলের এই শোচনীয় পরাজয় দলের নেতাকর্মীদের যথেষ্ট হতাশ করে তুলেছে। তৃণমূল থেকে সদ্য বিজেপিতে আসা একাধিক নেতা দলের কাটাছেঁড়া শুরু করেছেন। অনেকেই পূর্বদলে প্রত্যাবর্তনে সচেষ্ট হয়েছেন। এই পরিস্থিতিতে পরাজয়ের গ্লানি ভুলে আগামী দিনের লড়াইয়ের বড়সড় পরিকল্পনা নিলো বিজেপি।

সম্প্রতি, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে কৈলাস বিজয়বর্গীয় সহ বেশকিছু হেভিওয়েটের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক চলছিল। এরপর গতকাল শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি বৈঠক করলেন। এই বৈঠকের পরই রাজ্য বিজেপিকে একেবারে ঢেলে সাজাবার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে, জানা যাচ্ছে।

নিজের নাম গোপন রেখে রাজ্য বিজেপির এক নেতা জানালেন যে, দল আর সাদা হাতি পোষার চিন্তাভাবনা করছে না। যাদের নাম বড়, কিন্তু সংগঠন বৃদ্ধিতে ও দলের বৃদ্ধিতে কোন ভূমিকা গ্রহণ করেননি, এবার তাদের পদ থেকে সড়ানোর সম্ভাবনা আছে। পরিবর্তে সেই সমস্ত নেতাকে সামনে আনার সম্ভাবনা আছে, যারা বিজেপির কর্মী সমর্থকদের ভরসা যোগ্য, তাদের আস্থা বাড়াতে পারবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা অশোক লাহিড়ীকে অর্থমন্ত্রী করার একটা সম্ভাবনা ছিল। নির্বাচনে জয়লাভ করে তিনি বিধায়ক হয়েছেন। জানা যাচ্ছে, বিধানসভায় পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান করা হতে পারে তাঁকে। আবার শুভেন্দু অধিকারীর প্রভাব-প্রতিপত্তি যে দিন দিন বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না।

এজন্যই তাঁকে বিরোধী দলনেতার পদে আনা হয়েছে। আবার বিজেপিতে ক্রমশ প্রভাব বাড়ছে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ নেতা ও সাংসদ নিশীথ প্রামাণিকের। বিজেপির যুব মোর্চার দায়িত্বে তাঁর যাবার একটা সম্ভাবনা রয়েছে। এমনকি তাঁকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের দায়িত্বেও আনার কথা শোনা যাচ্ছে।

আবার জ্যোতির্ময় সিং মাহাতোর মতো বেশ কিছু জনপ্রিয় নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার কথা শোনা যাচ্ছে। জানা যাচ্ছে, তৃণমূল থেকে যে সমস্ত জনপ্রিয় নেতা বিজেপিতে এসেছেন ও যাদের সাংগঠনিক ক্ষমতা রয়েছে, তাঁদেরকে রাজ্য কমিটিতে বিশেষ দায়িত্ব দেয়া হতে পারে। নিজের নাম গোপন রেখে অপর এক বিজেপি নেতা জানান যে, দলের রাজ্য কমিটি ঢেলে সাজানোর সম্ভাবনা রয়েছে।

তাই অনেকের নাম যেমন বাদ পড়তে পারে, তেমনি অনেকে উঠে আসতে পারেন সামনের সারিতে। এভাবেই, পরাজয়ের গ্লানি ভুলে নতুন করে রাজনৈতিক লড়াইয়ের শুরু করতে দলকে একেবারে ঢেলে সাজানোর সিদ্ধান্ত রাজ্য বিজেপির। বিজেপির রাজ্য কমিটিতে বিরাট পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!