এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পড়েছে ভোটের ডিউটি কিন্তু অমিল গাড়ি, ক্ষোভে পথ অবরোধ ভোট কর্মীদের

পড়েছে ভোটের ডিউটি কিন্তু অমিল গাড়ি, ক্ষোভে পথ অবরোধ ভোট কর্মীদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামীকাল রাজ্যে রয়েছে পঞ্চম দফার বিধানসভা নির্বাচন। আগামীকাল ছয় জেলায় হতে চলেছে নির্বাচন, যার মধ্যে অন্যতম হলো জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলার নাগরাকাটার বহু সরকারি কর্মীর ভোটের ডিউটি পড়েছে। জলপাইগুড়ি ডিসিআরসি কেন্দ্রে আজ সকালেই তাঁদের পৌঁছনোর নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তাঁদের গাড়ি দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তারা। গাড়ি না পেয়ে ক্ষুব্দ হয়ে পথ অবরোধ করলেন এই ভোট কর্মীরা।

জলপাইগুড়ি জেলার নাগরাকাটার বিডিও অফিসের সামনে ২০০ থেকে ৩০০ জন ভোট কর্মী গাড়ি না পেয়ে রাস্তা অবরোধ করলেন। তাঁরা অভিযোগ করেছেন, সকাল পাঁচটা থেকে তারা দাঁড়িয়ে আছেন, কিন্তু সকাল এগারোটা পর্যন্ত তাদের নিতে কোনো গাড়ি পাঠানো হয়নি। এখনও পর্যন্ত অপেক্ষা করছেন বেশ কিছু ভোট কর্মী। গাড়ি না পেয়ে তাঁরা রাস্তা অবরোধ করেন। এরপর প্রশাসনের আশ্বাসে অবরোধ থেকে সরে এসেছেন তাঁরা। তবে, এখনো পর্যন্ত অনেকেই গাড়ি না পেয়ে পৌঁছতে পারেননি গন্তব্যস্থলে। কিছুসময় আগে দুটো ছোট গাড়ি তাদের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু তাতে স্থান সংকুলান হয় নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নাগরাকাটার ভিডিও অফিসের সামনের পথ বেশ কিছু সময় ধরে অবরোধ করা হয়, তৈরি হয় যানজট। পথ অবরোধের খবর পেয়ে, ভোট কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে ঘটনাস্থলে গিয়েছিলেন নাগরাকাটার জয়েন্ট বিডিও ডেনুকা রাই। প্রশাসনের আশ্বাসে অবরোধ ছেড়ে দেন ভোট কর্মীরা। জনৈক ভোট কর্মী জানান, আজ সকাল সোয়া সাতটার মধ্যে তাঁদের জলপাইগুড়ির ডিসিআরসি কেন্দ্রে পৌঁছানোর কথা ছিল। কিন্তু গাড়ি পাননি তাঁরা। তাই অর্ধেক দিন পর্যন্ত তাদের এখানেই কাটিয়ে দিতে হলো। কারো কাছ থেকে কোন সদুত্তর মেলেনি তাঁদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!