এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি >  “পরের ধনে পোদ্দারি” রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ! চাপে নবান্ন!

 “পরের ধনে পোদ্দারি” রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ! চাপে নবান্ন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের বিরুদ্ধে বারবার পেট্রোল-ডিজেলের সেস না কমানোর অভিযোগ উঠেছে। অন্যদিকে রাজ্যের সরকার পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে এই ব্যাপারে অভিযোগ তুলেছে। আর এই পরিস্থিতিতে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি যখন ভয়াবহ আকার ধারণ করেছে, ঠিক তখনই সাধারণ মানুষকে স্বস্তি দিতে নিজেদের সেস তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। যার ফলে রাজ্যের ওপর এখন চাপ বাড়াতে শুরু করেছেন বিজেপি নেতারা। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে রাজ্যকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে আসেন দিলীপ ঘোষ। আর সেখানেই তাকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যকে কড়া ভাষায় আক্রমণ করেন এই বিজেপি নেতা। এদিন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “রাজ্য শুধু আন্দোলন করবে আর সমালোচনা করবে। অন্য রাজ্য কমাচ্ছে, সারাদেশ কমাচ্ছে। এরা পুরনো গান গেয়ে চলেছেন। কেন্দ্র টাকা দিলে তবে কমাবেন। পরের ধনে পোদ্দারি করে যাচ্ছেন। কোনো শিল্প নেই, খালি অন্য রাজ্যের মাল এনে জিএসটি পাচ্ছেন। কেন্দ্রের টাকায় সংসার চলছে।”

বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছে। আর সেই বিষয়টি তুলে ধরেই এবার রাজ্যেরও সিদ্ধান্ত নেওয়া উচিত বলে জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। কেন্দ্রের সহযোগিতার কারণেই যে রাজ্য মাথা তুলে দাঁড়াতে পারছে, সেই বিষয়টিও তুলে ধরলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!