এখন পড়ছেন
হোম > রাজ্য > পরিবহন ব্যবস্থা সচল হতেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত, ব্যাপক চাপে জনতা-জনার্দন!

পরিবহন ব্যবস্থা সচল হতেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত, ব্যাপক চাপে জনতা-জনার্দন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  একদিকে পেট্রোল-ডিজেলের ভয়াবহ মূল্যবৃদ্ধি, আর অন্যদিকে দীর্ঘদিন ধরে পরিবহন ব্যবস্থা সচল না থাকা, এই দুই সমস্যার জেনে ক্রমাগত রাজ্যে ধুকতে শুরু করেছিল পরিবহন ব্যবস্থা। তবে সম্প্রতি করোনা ভাইরাসের একগুচ্ছ বিধি নিষেধ করার পাশাপাশি সেই পরিবহন ব্যবস্থা সচল করে দেওয়ার কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 50 শতাংশ যাত্রী নিয়ে সরকারি এবং বেসরকারি পরিবহন ব্যবস্থা চালু করার কথা জানিয়ে দেন তিনি।

আর তারপর থেকেই বাস ভাড়া যাতে বৃদ্ধি করা যায়, তার জন্য মালিক এবং সংগঠনগুলো দাবি জানাতে শুরু করেছিল। যদিও বা এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কিন্তু তার মাঝেই জনতা জনার্দনকে কার্যত চাপে ফেলে দিয়ে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল ক্যাব সংস্থা উবর।

সূত্রের খবর, এদিন উবর কর্তৃপক্ষের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেখানে তারা জানিয়ে দিয়েছে, বুধবার রাত বারোটার পর থেকেই তাদের 15 শতাংশ ভাড়া বৃদ্ধি হবে। অর্থাৎ প্রতি কিলোমিটারে যেতে হলে এবার থেকে বাড়তি 4 টাকা 70 পয়সা বেশি দিতে হবে। কেননা এতদিন উবরে যেতে হলে প্রতি কিলোমিটারে 10 টাকা দিতে হত। কিন্তু এবার সেই টাকা বেড়ে হবে 14 টাকা 70 পয়সা। এদিকে উবর কর্তৃপক্ষ নিজেদের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে ওলার পক্ষ থেকেও তাদের ভাড়া যাতে বাড়ানো হয়, তার জন্য দাবি জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দীর্ঘদিন ধরেই রাজ্যে পরিবহন ব্যবস্থা বন্ধ। আর এই পরিস্থিতিতে বাস মালিক সহ অন্যান্য পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মচারীরা ব্যাপক সমস্যার মুখে পড়েছিলেন। তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণার পর সেই পরিবহন ব্যবস্থা সচল হতে না হতেই ভাড়া বৃদ্ধি হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল। আর অবশেষে বাসের ক্ষেত্রে কোনো রকম ভাড়া বৃদ্ধি না হলেও, উবর কর্তৃপক্ষ এই ব্যাপারে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিল।

একাংশ বলছেন, বর্তমান পরিস্থিতিতে এমনিতেই সংকটজনক অবস্থা সাধারণ মধ্যবিত্তের। তার মধ্যেই ভাড়া বৃদ্ধি যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে সকলের কাছে। তবে দীর্ঘদিন পরিবহন ব্যবস্থা সচল না হওয়ার কারণে বর্তমান পরিস্থিতিতে যদি তাকে সচল রাখতে হয়, তাহলে ভাড়া বৃদ্ধি ছাড়া আর কোনো উপায় নেই বলেই দাবি করছেন সকলে।

তাই কিছুটা হলেও ভাড়া বৃদ্ধি করে পরিবহন ব্যবস্থাকে সচল করা উচিত বলেই মনে করা হচ্ছে। আর সেই কারণেই উবর কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ধরনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল। তবে উবর তাদের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই খুব দ্রুত বাস মালিকরাও তাদের ভাড়া বৃদ্ধির ব্যাপারে দাবি জানাতে পারেন বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!