এখন পড়ছেন
হোম > অন্যান্য > সারাদিন বাড়িতে চলছে অশান্তি! হাজার চিন্তা করেও খুঁজে পাচ্ছেন না উপায়? তবে দেখে নিন সম্ভাব্য প্রতিকার

সারাদিন বাড়িতে চলছে অশান্তি! হাজার চিন্তা করেও খুঁজে পাচ্ছেন না উপায়? তবে দেখে নিন সম্ভাব্য প্রতিকার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –অশান্তি আজকের সমস্ত মানুষের জীবনের সঙ্গী। প্রায় সকল মানুষের কাছেই একটাই চাহিদা, সেটা অশান্তি দুর করা। আর সেই কাজে বিভিন্ন মানুষ প্রতিদিন নানা কাজ করে চলেন। তবে জানেন কি আপনার জীবনের সমস্ত অশান্তি সমাধানের জন্য বিভিন্ন দিনের করণীয় বিভিন্ন কাজ রয়েছে। সেক্ষেত্রে সাত দিনের মধ্যে অশান্তি থেকে মুক্তি লাভ হতে পারে বলে মনে করা হয়।

বস্তুত, সাতদিনের সাতজন দেবতার কথা জানা যায়। যার মধ্যে রবিবার জল সূর্য বা নারায়ণের দিন। মঙ্গলবার হনুমান জি এবং মা কালীর দিন। এইভাবে শনিবার শনিদেবতার বার বলেই মনে করা হয়। আর সেখানে বিভিন্ন দিনে এই বিভিন্ন দেবতার স্তুতি করলে বা তাঁদের সন্তুষ্ট করতে পারলে আপনার জীবনেও অশান্তি দূর হবে বলেই মনে করা হয়।

১) রবিবার দিন- সূর্য হল সাফল্যের আর শক্তির প্রতীক। যদি কোনও রাশির জাতকের রাশিচক্রে রবি দুর্বল থাকে তবে ওই ব্যক্তির জীবনে সাফল্য পেতে সমস্যা দেখা দেয়। এর প্রতিকার হিসেবে রবিবার করে দরিদ্র ব্যক্তিকে দান করলে শুভ ফল পাওয়া যেতে পারে।

২) সোমবারের দিন- সোমবার চন্দ্রের দিন। চন্দ্রের প্রভাবে ব্যক্তি সর্দি কাশি, চোখের রোগ, বাত প্রভৃতি বিষয়ে কষ্ট পায়। দ্বারা আপনি সমস্যায় পড়েছেন। এর প্রতিকার হিসেবে সোমবার শিবপূজা করতে পারেন। এছাড়া কোনো দরিদ্র ব্যক্তিকে সাহায্য করলেও ভালো ফল পাওয়া যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৩) মঙ্গলবার – শারীরিক সুস্থতা বজায় রাখতে মঙ্গলের প্রভাব লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে বাড়ির শান্তি বজায় রাখতে ও শরীর ভালো রাখতে হানুমানজি আর শক্তির পূজা করতে পারেন। সেইসঙ্গে এই দিনটিতে নিরামিষ খেলেও উপকার পাওয়া যায়।

৪) বুধবার- এইদিন গণেশের পূজা করা হয়। তাই গৃহ শান্তি ফেরাতে এবং জীবনে সমৃদ্ধি ঘটাতে এদিন গণেশকে ১১ টি লাড্ডু অর্পণ করতে পারেন। সেইসঙ্গে আজ কাউকে হলুদ কাপড় দান করলে উপকার পাওয়া যায়।

৫) বৃহস্পতিবার – বৃহস্পতিবার লক্ষ্মীবার। জীবনে সুখ সমৃদ্ধি বজায় রাখতে এইদিন লক্ষ্মী দেবীর আরাধনা করতে পারেন। এদিন কোনো গরিব ব্যক্তিকে খাবার দিতে পারেন। সেইসঙ্গে গরুকেও খাওয়ালে ভালো ফল পাওয়া যেতে পারে।

৬) শুক্রবার – শুক্র জীবনে শান্তি আনে। তাই এই গ্রহকে শান্ত রাখতে এবং সংসারে শান্তি ফিরিয়ে আনতে প্রতি শুক্রবার উপবাস করতে পারেন। সেইসঙ্গে দই, চাল, দুধ ইত্যাদি গরুকে খাওয়ালে ভালো ফল পাওয়া যায়।

৭) শনিবার- শনিদেবতাকে রাগী দেবতা হিসেবেই বলা হয়। তাঁর কোপে জীবনে নেমে আসে অনেক অশান্তি। তাই শনি দেবতাকে সন্তুষ্ট রাখতে শনিবার উপবাস করতে পারেন। তিলের তেলে রান্না করা খাওয়ার খেতে পারেন। সেইসঙ্গে নীল রঙের বস্ত্র দান করলেও ভালো ফল পাওয়া যায় বলেই মনে করা হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!