এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পরিবর্তন? একদা অধ্যাপিকাকে জগ ছোঁড়া তৃণমূলের আরাবুল এখন রাস্তার ধারে শিক্ষকদের দিচ্ছেন ফুল!

পরিবর্তন? একদা অধ্যাপিকাকে জগ ছোঁড়া তৃণমূলের আরাবুল এখন রাস্তার ধারে শিক্ষকদের দিচ্ছেন ফুল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একদা কলেজ পরিচালন সমিতির দায়িত্বে থেকে এক অধ্যাপিকাকে জগ ছুড়ে মারার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। যে ঘটনার পর রীতিমত নিন্দায় সরব হয় রাজ্যের বিশিষ্টজনেরা। তারপর বহু সময় চলে গেলেও সেই আরাবুল ইসলামের শিক্ষিকাকে জগ ছুড়ে মারার ঘটনাকে কেউ ভুলতে পারেননি। বারবার বিরোধীদের পক্ষ থেকে তৃণমূলের অন্যান্য নামের পাশাপাশি অসম্মানজনক ঘটনার জন্য আরাবুল ইসলামের নামকে তুলে ধরে তৃণমূলকে আক্রমণ করা হয়।

অর্থাৎ অধ্যাপিকাকে ছুড়ে মারার ঘটনা যে নিতান্তই সমাজকে অত্যন্ত আঘাত করেছে, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবার একসময় অধ্যাপিকার দিকে জগ ছুড়ে মারলেও শিক্ষক দিবসের দিন ভাঙড়ে আরাবুল ইসলামকেই দেখা গেল রাস্তায় দাঁড়িয়ে থাকা শিক্ষকদের ফুল দিয়ে সম্মাননা জ্ঞাপন করতে। যা দেখে রীতিমত হতবাক সকলেই।

সূত্রের খবর, শনিবার ভাঙ্গড়ের ভোজেরহাট এলাকায় পুরানবাজারে তৃণমূলের একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন আরাবুল ইসলাম। আর এই কর্মীসভা চলার সময় হঠাৎ করেই সভা থামিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা কুলবেড়িয়া গ্রামের দীর্ঘদিনের শিক্ষককে সংবর্ধনা দেন তিনি। সম্মানীয় শিক্ষকের হাতে ফুল এবং মিষ্টির প্যাকেট তুলে দিয়ে তাকে সম্মান জানান আরাবুল ইসলাম।

আর তৃণমূল নেতার হঠাৎ করে এই উদ্যোগ দেখে রীতিমতো হকচকিয়ে যায় তৃণমূলের অন্যান্য কর্মী থেকে শুরু করে পথচলতি মানুষ। যে আরাবুল ইসলামের বিরুদ্ধে একসময় অধ্যাপিকাকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল, সেই তিনি এভাবে দলীয় কর্মীসভা থেকে রাস্তায় নেমে যেভাবে এক শিক্ষককে সংবর্ধনা জ্ঞাপন করলেন, তা নিঃসন্দেহে তার ভাবমূর্তিকে কিছুটা হলেও উজ্জ্বল করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সমালোচকদের প্রশ্ন, তার বিরুদ্ধে তো একসময় অভিযোগ উঠেছিল অধ্যাপিকাকে হেনস্থা করার। সেই তিনিই শিক্ষক দিবসের দিন এই শিক্ষককে সম্মান জানিয়ে কি তার আগের অভিযোগকে মিলিয়ে দিতে চাইলেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে আরাবুল ইসলাম বলেন, “কর্মীসভায় ভালো ভিড় হয়েছিল। সভা চলাকালীন আমি দেখি রাস্তার পাশে দাঁড়িয়ে এক ভদ্রলোক মন দিয়ে শুনছেন। কৌতুহল হলে আমি স্থানীয় নেতা আইজুলকে তার ব্যাপারে জিজ্ঞাসা করি। তখন আইজুল বলে, ওই ভদ্রলোক আগে স্কুলের শিক্ষক ছিলেন। এখন অবসর নিয়েছেন। দীর্ঘদিন ওই এলাকায় শিক্ষকতা করায় উনি সবার পরিচিত। তখনই আমি ভাবি শিক্ষক দিবসের দিন যদি তাকে সংবর্ধনা জানানো যায়, তাহলে খুব ভালো হয়। তাই একটু ফুল মিষ্টি দিয়ে সম্মান জানিয়েছি।”

আর শিক্ষক দিবসের দিন এইভাবে আরাবুল ইসলামের উদ্যোগ নিঃসন্দেহে ভালো প্রভাব ফেলবে বলেই মনে করছেন সকলে। আরাবুল ইসলামের রাজ্য রাজনীতিতে বিতর্কিত হওয়ার প্রধান কারণ, তার বিরুদ্ধে অধ্যাপিকাকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল। কিন্তু শিক্ষক দিবসের দিন তিনি যেভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক শিক্ষককে ফুল-মিষ্টি দিয়ে সম্মান জানালেন, তাতে তার ভাবমূর্তি কিছুটা হলেও উজ্জ্বল হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!