এখন পড়ছেন
হোম > জাতীয় > পরিবেশবান্ধব জ্বালানি নিয়ে চাপের মুখে রাজ্য, আদালতের পক্ষ থেকে হলফনামা তলব!

পরিবেশবান্ধব জ্বালানি নিয়ে চাপের মুখে রাজ্য, আদালতের পক্ষ থেকে হলফনামা তলব!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দেশের অন্যান্য রাজ্যে পরিবেশবান্ধব জ্বালানি স্থাপনের কাজ সম্ভব হলেও, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে সেই কাজ সম্ভব হয়নি। যার ফলে এবার আদালতের প্রশ্নের মুখে পড়তে হল রাজ্য সরকারকে। যেখানে জাতীয় পরিবেশ আদালতের পক্ষ থেকে এই কাজ কতদূর গিয়েছে, সেই ব্যাপারে জানতে চাওয়া হল রাজ্যের কাছে। পাশাপাশি এই ব্যাপারে হলফনামাও তলব করা হয়েছে। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন জাতীয় পরিবেশ আদালত বিচারপতি অমিত স্থালেকর এবং বিশেষজ্ঞ সদস্য শৈবাল দাশগুপ্তের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে পরিবেশবান্ধব জ্বালানি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে প্রশ্ন করা হয়। যেখানে অন্যান্য রাজ্যগুলোতে এর কাজ অনেকটাই এগিয়ে গেলেও, কেন পরিবেশবান্ধব জ্বালানি স্থাপনে পাইপলাইনের কাজ পশ্চিমবঙ্গে এগোচ্ছে না, সেই ব্যাপারে তোলা হয় প্রশ্ন। আর এরপরই আদালতের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে এই প্রকল্পের বর্তমান অবস্থা কি পর্যায়ে রয়েছে, তার ব্যাপারে রাজ্য সরকারের জবাবদিহি তলব করা হয়। শুধু তাই নয়, এই কাজ করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কোন কোন বাধার সম্মুখীন হয়েছে, সেই ব্যাপারেও জানতে চায় জাতীয় পরিবেশ আদালত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে এই মামলার অন্যতম আবেদনকারী বিশিষ্ট পরিবেশবিদ সুভাষ দত্ত বলেন, “অন্য সমস্ত রাজ্যে সিএনজি হলেও পশ্চিমবঙ্গে এখনও তা হয়নি। এই নিয়ে পরিবেশ আদালত প্রশ্ন তুলেছে।” জানা গিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি আগামী আগস্ট মাসের 20 তারিখে হতে চলেছে। স্বাভাবিকভাবেই তার আগে রাজ্য সরকারকে এই ব্যাপারে জাতীয় আদালতের সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। তাই রাজ্যের পক্ষ থেকে আদালতের কাছে এই ব্যাপারে কি জবাব দেওয়া হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!