এখন পড়ছেন
হোম > জাতীয় > যত আসন তত যাত্রী! ভাড়া কমাতে পরিবহন দপ্তরের নতুন নির্দেশিকা, লাগু বাস-অটো-ট্যাক্সি সবেতেই

যত আসন তত যাত্রী! ভাড়া কমাতে পরিবহন দপ্তরের নতুন নির্দেশিকা, লাগু বাস-অটো-ট্যাক্সি সবেতেই


সম্প্রতি লকডাউন পর্ব কিছুটা শিথিল হওয়ায় পরিবহন ব্যবস্থা সচল করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। যেখানে অটো, বাস-ট্যাক্সি ইত্যাদি চালানোর কথা জানিয়ে দেওয়া হয়েছে। তবে বাসের ক্ষেত্রে যতগুলো সিট আছে, তত জন বসতে পারবেন বলে জানিয়েছে পরিবহন দপ্তর। কিন্তু এবার যাত্রী ভোগান্তি কমাতে আনলক ফেজ ওয়ানে নয়া নির্দেশ দিল পরিবহন দপ্তর। যেখানে অটো, ট্যাক্সি ও ক্যাবের ক্ষেত্রেও এবার থেকে দুজনের বদলে 4 জন যাত্রী নিয়ে চলাচল করা যাবে বলে জানিয়ে দেওয়া হল।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বাসের ক্ষেত্রে যতগুলো সিট, ততজন যাত্রীই সেখানে বসতে পারবেন। আর তখনই অটোচালকদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে, বাসে যদি বসা যায়, তাহলে অটোতে কেন তা করা হবে না! আর এবার পরিবহন দপ্তরের এই নির্দেশিকার ফলে অটো এবং ট্যাক্সিচালকরা দুজনের বদলে 4 জন যাত্রী নিতে পারবেন বলে জানা গেল। যার ফলে তাদের এদিকে দুশ্চিন্তা অনেকটাই কমল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ভাড়া নিয়ে কিছুটা জটিলতা রয়েই গেল বলে আশঙ্কা একাংশের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, রাজ্য সরকার অটোচালকদের এই দাবি মানায় তাদের আগেকার ভাড়াতেই সন্তুষ্ট থাকতে হবে। ফলে তারা নতুন করে আর সরকারের কাছে এই ব্যাপারে তাদের দাবি জানাতে পারবে না। কেননা সরকার তাদের দাবি মেনে 4 জন যাত্রী ওঠানোর ব্যাপারে সবুজসংকেত দিয়েছে।

ফলে এখন ভাড়া বৃদ্ধির ব্যাপারে যদি অটো চালকরা তাদের দাবি জানান, তাহলে সরকারের পক্ষ থেকে কড়া অবস্থান নেওয়া হতে পারে। যার ফলে আখেরে সমস্যা হতে পারে সেই অটোচালকদের। তাই ভাড়া বৃদ্ধির ব্যাপারটা এখন কার্যত বিশবাঁও জলে চলে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।এদের এই প্রসঙ্গে উত্তর কলকাতা আইএনটিটিইউসির সভাপতি মানা চক্রবর্তী বলেন, “সরকার যেমন গাইডলাইন বেঁধে দিচ্ছে, তেমনভাবেই অটো চলাচল করতে হবে।”

অন্যদিকে ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটর অর্ডিনেশন কমিটির আহবায়ক নাওয়াল কিশোর শ্রীবাস্তব বলেন,, “সরকারের তরফে জানানো হয়েছে, এবার থেকে ট্যাক্সিতে একজন যাত্রী নেওয়া হবে। ফলে মানুষের অনেক সুবিধা হল।” সব মিলিয়ে এবার ভাড়ায় একই রাখতে অটোচালকদের দাবি মেনে যাত্রী সংখ্যা বৃদ্ধির ব্যাপারে পরিবহন দপ্তর সবুজসংকেত দেওয়ায় পরিবহন ব্যবস্থার দ্রুত সচল হওয়ার আশা রাখছেন সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!