এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পরিযায়ী শ্রমিকদের পাশে আছে রাজ্য সরকার – বিরোধীদের দাবিকে নস্যাৎ করে দাবি মমতার

পরিযায়ী শ্রমিকদের পাশে আছে রাজ্য সরকার – বিরোধীদের দাবিকে নস্যাৎ করে দাবি মমতার


দেশের করোনা পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি দেশজুড়ে লকডাউন শুরু হয়েছিল। বর্তমানে দেশের চতুর্থ দফার লকডাউনের পরে আনলক ওয়ান এর মধ্য দিয়ে চলছে দেশ। তবে লকডাউন শুরু হওয়ার পর থেকে সব থেকে বেশি দুর্বিপাকে পড়েন বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে থাকা পরিযায়ী শ্রমিকরা। তাঁদের কাছে খাদ্য ও অর্থের যোগান বন্ধ হয়ে যায়। যথারীতি কোন রাস্তা না দেখে পরিযায়ী শ্রমিকরা একে একে বাড়ি ফেরার পথ ধরেন।

অন্যান্য রাজ্যের মতন পশ্চিমবঙ্গেও পরিযায়ী শ্রমিকদের ফেরার হিড়িক পড়ে যায়, যা এখনো চলছে। ইতিমধ্যে শ্রমিক স্পেশাল ট্রেনে করে লাখ লাখ পরিযায়ী শ্রমিক রাজ্যে প্রবেশ করছে বলে জানা গেছে। অন্যদিকে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিতর্কের মাঝখানে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিলেন, অন্যান্য রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের যথাযথ সাহায্য করা হবে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। উপরন্তু শ্রমিকদের যদি উস্কানি দেওয়া হয়, তাহলে অভিযুক্তদের জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে সেটাও জানাতে ভোলেননি তিনি।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, শ্রমিকদের বাড়ি ফেরার ব্যাপার নিয়ে কেউ কেউ রাজনীতি করছেন। সে প্রসঙ্গে বুধবার তিনি বলেন, ‘পরিযায়ীদের উসকানি দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’ ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরা নিয়ে রীতিমতো রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘পরিযায়ীদের ফেরার ভাড়া মিটিয়েছে রাজ্য। ১০ জুনের মধ্যে ১০ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যে ঢুকে যাবেন। এরপরেও কেউ কেউ বলছেন পরিযায়ীদের নাকি বাংলায় ঢুকতে দেওয়া হচ্ছে না। বাংলায় ঢুকতে না দিলে এত লোক ঢুকলেন কীভাবে?’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রীর দাবি, কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিযায়ী শ্রমিকদের উস্কানি দিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা চালাচ্ছেন। তাই এবার অভিযুক্তদের যদি ধরা যায়, তাহলে কিন্তু তাঁদের জন্য অপেক্ষা করছে কড়া শাস্তি। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে অন্য রাজ্য থেকে যেসব পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন, তাঁদের জন্য ত্রাণ বিলি করার নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে প্রশ্ন উঠেছে যেসব লাখ লাখ শ্রমিক রাজ্যে ফিরে আসলো, তাঁদের পরবর্তী জীবনধারণের জন্য কী ব্যবস্থা নেওয়া হবে??

সেক্ষেত্রে মুখ‍্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের একশোদিনের কাজে নিয়োগ করার কথা বলেছেন। অন‍্যদিকে রাজ‍্যে করোনা সংক্রমণের হার দিনদিন বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, লাখ লাখ পরিযায়ী শ্রমিক রাজ‍্যে আসার ফলেই পরিস্হিতি কিছুটা অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। তবে পরিযায়ী শ্রমিকদের যদি কোয়ারেন্টাইন সেন্টারে রেখে সঠিকভাবে টেস্ট করা হয়, তাহলে অবস্হার সুরাহা হবে। আপাতত পরিযায়ী শ্রমিক যে রাজ‍্য সরকারের অন‍্যতম মাথা ব‍্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, সে ব‍্যাপারে সন্দেহ নেই কারোর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!