এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন্দ্র বনাম রাজ্যের দ্বৈরথ আবার প্রকাশ্যে, এবার পরিযায়ী শ্রমিক নিয়ে বাঁধলো লড়াই!

কেন্দ্র বনাম রাজ্যের দ্বৈরথ আবার প্রকাশ্যে, এবার পরিযায়ী শ্রমিক নিয়ে বাঁধলো লড়াই!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় বিভিন্ন ইস্যুতে কেন্দ্র বনাম রাজ্যের দ্বৈরথ নতুন কিছু নয়। তবে করোনা ভাইরাসের আগমন এবং তারপর লকডাউনকে কেন্দ্র করে মাঝেমধ্যেই কেন্দ্র বনাম রাজ্যের বিবাদ সামনে আসতে দেখা গেছে। আর গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছিল পরিযায়ী শ্রমিকদের সমস্যা। যেখানে কেন্দ্রের পক্ষ থেকে নিজ নিজ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের পাঠানোর ব্যবস্থা করা হলে তাকে “করোনা এক্সপ্রেস” বলে আখ্যা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের বিজেপি সরকারের নেতারা পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের জন্য তিনি পরিযায়ী শ্রমিকদের অপমান করছেন বলে তৃণমূলের বিরুদ্ধে সরব হন। আর এই ঘটনাকে কেন্দ্র করে আক্রমণ পাল্টা আক্রমণে শোরগোল পরিস্থিতি তৈরি হয় বঙ্গ রাজনীতিতে।

এখনও পর্যন্ত এই পরিযায়ী শ্রমিকদের ইস্যু শিরোনামে রয়েছে। একে অন্যকে কটাক্ষ করতে শুরু করেছে। পাশাপাশি কোন রাজনৈতিক দল পরিযায়ী শ্রমিকদের প্রতি বেশি দরদী, তাও প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে সকলে। কিন্তু এবার সেই পরিযায়ী শ্রমিকদের তথ্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে না পাওয়ায় কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার পরিপ্রেক্ষিতে কেন্দ্র বনাম রাজ্যের দ্বৈরথ আবার প্রকাশ্যে চলে এল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, সোমবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে একটি টুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা যায় তাকে। টুইটে তিনি লেখেন, “আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। বাদল অধিবেশন কেন্দ্রের স্বরূপ যেভাবে প্রকাশ্যে এসেছে, তাতে আমি স্তম্ভিত। বেশিরভাগ প্রশ্নে কেন্দ্র বলেছে, তাদের কাছে কোনো তথ্য নেই। প্রত্যেক নাগরিকের তথ্য জানার অধিকার আছে। সরকার মানুষের কাছে দায়বদ্ধ। পরিযায়ী শ্রমিক বা শ্রমিক স্পেশালে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নিয়ে কোনো তথ্য দিতে পারেনি কেন্দ্রীয় সরকার।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ এতদিন বিজেপির পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের অবহেলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল, এদিন কেন্দ্রীয় সরকার তথ্য দিচ্ছে না বলে পাল্টা অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকারের চাপে ফেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মত বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সম্প্রতি সংসদে শ্রমিক স্পেশাল ট্রেনে কত জন শ্রমিকের মৃত্যু হয়েছে, তা নিয়ে বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল।

আর তার পরিপ্রেক্ষিতেই বাড়ি ফেরার পথে কতজন শ্রমিকের মৃত্যু হয়েছে তা জানে না কেন্দ্রীয় সরকার এবং তাদের কাছে এই ব্যাপারে কোনো তথ্য নেই বলে জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর। আর এদিন আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে এই ব্যাপারে টুইট করে কেন্দ্রের বিজেপি সরকারকে চাপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপেক্ষিতে কেন্দ্রের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে এবং বিজেপি কতটা চাপে পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!