এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ীদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ীদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের


করোনার আবহে রাজ্যবাসীর কাছে নতুন আতঙ্ক হলো ঘূর্ণিঝড় আমফান। এদিকে এখনো ভিন রাজ্যে আটকে আছে অসংখ্য পরিযায়ী শ্রমিক। বাড়ি ফিরতে মরিয়া শ্রমিকদের জন্য কিছুটা হলেও খারাপ খবর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি নবান্ন থেকে জানান যে, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো আপাতত স্থগিত রাখছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ” এই দুর্যোগের মাঝে শ্রমিক স্পেশ্যাল ট্রেন যাতে বিপদে না পড়ে সেকথা চিন্তা করে বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনবে না রাজ্য। এই সময় যাতে বিশেষ ট্রেন চালানো না হয়, এ বিষয়ে রেল মন্ত্রকের সঙ্গে কথা বলা হয়েছে। ভিনরাজ্যের শ্রমিকদের ফেরানোর জন্য আরও প্রচুর ট্রেন চালানো হবে ”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উল্লেখ্য, সোমবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “সব মিলিয়ে প্রায় ২৩৫টি ট্রেনে বাইরের রাজ্য থেকে আটকে থাকা যে মানুষেরা আসবেন, তার সব খরচই বহন করবে রাজ্য সরকার।”এদিন শক্তশালী ঘূর্ণিঝড় প্রসঙ্গে রাজ্যবাসীকে সতর্ক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কাল বেলা বারোটা থেকে পরশু সকাল ১০ টা পর্যন্ত কেউ ঘর থেকে বেরোবেন না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!