এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনা নিয়ে বড়সড় ঘোষণা রাজ্যের মন্ত্রীর

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনা নিয়ে বড়সড় ঘোষণা রাজ্যের মন্ত্রীর


কোরোনার জেরে লকডাউন আর তার জেরেই বাইরে আটকে পড়েছেন রাজ্যের অনেক পরিযায়ী শ্রমিক। ইতিমধ্যেই তাদের মধ্যে অনেকেই ফিরে এসেছেন শ্রমিক স্পেশাল ট্রেনে। কিন্তু এখনো অনেকে আটকে রয়েছেন বাইরে। কিন্তু বিরোধীদের তরফ থেকে দাবি তোলা হচ্ছে যে রাজ্য সরকার ইচ্ছা করে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসছেন না।

এদিন এই সব কিছু নিয়ে মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী রাজীব বান্দ্যোপাধ্যায়। সোমবার বালিতে পথশিশু ও ফুটপাথবাসীদের দুপুরের খাবার খাওয়ানোর একটি কর্মসূচিতে যোগ দেন তিনি। ওই কর্মসূচিতে যোগ দিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, লকডাউনের মধ্যে এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাথেই এদিন দাবি করেন যে, ” পরিযায়ী শ্রমিকও রাজ্যের বাইরে থাকবেন না, রাজ্য সরকারের উদ্যোগেই সবাইকে বাংলায় ফিরিয়ে আনা হবে।পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছেন”।

সাথেই তিনি অভিযোগ করেন যে করোনা পরিস্থিতির মধ্যেও বিরোধীরা পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি করছে।তিনি বলেন, ‘‘করোনা পরিস্থিতিতে ঘরে বসে রাজনীতি করছেন কেউ কেউ। একজন পরিযায়ী শ্রমিকও রাজ্যের বাইরে থাকবেন না। প্রত্যেককে ফিরিয়ে আনা হবে। সবাইকে ঘরে ফেরানোর দায়িত্ব নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!