এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরি বৈঠকে রাজ্যের দুই মন্ত্রী, পরিযায়ীদের নিয়ে নয়া ভাবনা

মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরি বৈঠকে রাজ্যের দুই মন্ত্রী, পরিযায়ীদের নিয়ে নয়া ভাবনা


লকডাউনের কারণে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা আটকে গিয়েছিলেন। তবে বর্তমানে লকডাউন প্রক্রিয়া কিছুটা শিথিল হওয়ায় তারা নিজের রাজ্যে ফিরে আসতে শুরু করেছেন। আর এবার সেই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে নয়া উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার।

জানা গেছে, আগামী দুমাসের জন্য এই পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দেওয়ার পরেই সেই শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর সেই বৈঠকের পরেই পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে দেওয়ার কথা জানান রাজ্যের খাদ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, ইতিমধ্যেই খাদ্য দপ্তরের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য বিনামূল্যে রেশন পেতে একটি বিশেষ ফর্ম জেলাশাসক এবং কলকাতা পৌরসভায় পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। যেখানে এই সমস্ত শ্রমিকদের আধার কার্ড এবং ভোটার কার্ডের নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর তা দেখেই তাদের আগের কোনো রেশন কার্ড না থাকলে এই নতুন ফরম পূরণ করে তারা সেখান থেকে রেশন পাবেন বলে জানিয়ে দিয়েছে রাজ্য।

এদিন এই প্রসঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “জুন মাসের প্রথম সপ্তাহ থেকে দুই মাসের জন্য 10 কেজি করে চাল 2 কেজি করে ডাল দেওয়া হবে।” এক্ষেত্রে কেন্দ্রের পাঠানো ডাল পৌঁছানোর পরই শ্রমিকদের তা দেওয়ার কাজ শুরু করা হবে। তবে অনেক পরিযায়ী পরিবারের রেশন কার্ড রয়েছে, তাদেরকে নতুন করে ফুড কুপন দেওয়া হবে না।

বিশেষজ্ঞরা বলছেন, পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতেই রাজ্য সরকারের এই উদ্যোগ। দিন আনা দিন খাওয়া শ্রমিকরা ভিন রাজ্য থেকে কাজ ছেড়ে যেভাবে চলে এসেছেন, তাতে তাদের সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। তাই এই পরিস্থিতিতে তাদের বিনামূল্যে রেশন দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাইছে রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!