এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে রাজ্য সরকারের মনোভাব নিয়ে বড়সড় অভিযোগ বিজেপি নেতার

পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে রাজ্য সরকারের মনোভাব নিয়ে বড়সড় অভিযোগ বিজেপি নেতার


হঠাৎ করেই লকডাউনের কারনে ভিন রাজ্যে কাজে আটকে যাওয়া পরিযায়ী শ্রমিকরা বিপাকে পড়েছিলেন। তবে পঞ্চম দফার লকডাউনে কিছুটা শিথিল হওয়ায় অনেক শ্রমিক এবার স্পেশাল ট্রেনের সাহায্যে নিজ নিজ রাজ্যে ফিরে আসতে শুরু করেছেন। আর এই বিষয়ে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে বিভিন্ন রাজ্য সরকার। ইতিমধ্যেই একাধিক শ্রমিক রাজ্যে একেবারে ফিরে যাওয়ায় করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে বলে পশ্চিমবঙ্গ সরকারের তরফে উষ্মা প্রকাশ করা হয়েছে প্রশ্ন তোলা হয়েছে রেলের ভূমিকা নিয়ে।

আর রাজ্য সরকারের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের এভাবে লাগাতার আসা নিয়ে আপত্তি তোলায় এবার পাল্টা রাজ্য প্রশাসনকে চেপে ধরেছে ভারতীয় জনতা পার্টি। সূত্রের খবর, পরিযায়ী শ্রমিকদের রাজ্য সরকার ফেরাতে চায় না, কেন এই কথাটা স্পষ্ট করে বলা হল না! তার ব্যাপারে এবার প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। যেখানে মুখ্যমন্ত্রীর পরিযায়ী শ্রমিকদের নিয়ে বক্তব্যকে তুলে ধরে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, “মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলে দিন, বাংলার বাইরে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা কাজ করছেন, তাদের পশ্চিমবঙ্গে ফেরানো হবে না। কিন্তু তা না করে নানা রকমের টালবাহানা শুরু করেছে রাজ্য সরকার।” আর এরপরই রাজ্য সরকারের পক্ষ থেকে রেলের ভূমিকা নিয়ে এই ব্যাপারে প্রশ্ন তোলায় তা সম্পূর্ণরূপে খণ্ডন করে দিয়ে নিজের যুক্তি তুলে ধরেন রাহুলবাবু।

তিনি বলেন, “এতদিন ট্রেন দিতে বিলম্ব করেছেন। ট্রেনের সংখ্যা বাড়াতে বিলম্ব করেছেন। আর নানা টালবাহানার পর যখন দেখছেন আর রাস্তা নেই, তখন রেলের বিরুদ্ধে ওনারা নেমে পড়েছেন। বলছে, সেখানে সোশ্যাল ডিস্ট্যান্স নেই। পাশাপাশি কোন দেশ থেকে ট্রেনে অসুস্থ হয়ে পড়েছে, তা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে।” আর এরপরই রাজ্যের সোশ্যাল ডিস্ট্যান্স নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারকে আক্রমণ করেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা।

তিনি বলেন, “রাজ্যে সোশ্যাল ডিস্ট্যান্সের বিষয়টি আমরা দেখছি। নানা অভিযোগ তুলে পরিযায়ীদের ফেরাতে বিলম্বের কৌশল নিয়েছে রাজ্য সরকার। বিজেপি তা হতে দেবে না। রাজ্যের 17-18 লক্ষ লোক বাইরে পড়ে থেকে কষ্ট পাবেন, নিজের পরিবারের কাছে ফিরতে পারবেন না, এই জিনিসকে বিজেপি কোনোভাবেই মেনে নেবে না। সেই কারণে রাজ্য সরকার যতই চালাকি করুক, আমরা রাজ্য সরকারের মুখোশ খুলে দেব। রাজ্য স্পষ্ট করে বলুক, তারা পরিযায়ীদের ফেরাতে চায় কি চায় না।”

অর্থাৎ এতদিন রাজ্য সরকারের পক্ষ থেকে রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হলেও, এদিন সেই সমস্ত ব্যাপারকে নস্যাৎ করে দিয়ে রাজ্য সরকারের জন্যই পরিযায়ী শ্রমিকরা ফিরতে পারছেন না বলে সরব হলেন বিজেপি নেতা রাহুল সিনহা। যার ফলে রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অনেকটাই চাপে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোনদিকে এগোয়, রাহুল সিনহার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শাসক শিবির থেকে পাল্টা কোনো বক্তব্য আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!