এখন পড়ছেন
হোম > রাজ্য > পরীক্ষা বাতিল হতেই নতুন ক্লাসে ভর্তি শুরু, দ্রুত পঠন-পাঠন শুরুর ইঙ্গিত!

পরীক্ষা বাতিল হতেই নতুন ক্লাসে ভর্তি শুরু, দ্রুত পঠন-পাঠন শুরুর ইঙ্গিত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ের কারণে দীর্ঘদিন ধরে বিদ্যালয় বন্ধ। মাঝে বিদ্যালয় কিছুদিনের জন্য খুললেও, দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার জন্য আবার তা বন্ধ হয়ে যায়। এমনকি সম্প্রতি করোনা ভাইরাসের কারণে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করার কথা জানিয়ে দেয় রাজ্য সরকার। তবে এই দুই বড় পরীক্ষা বাতিল হলেও, এবার একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ভর্তি দিনক্ষণ জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

বলা বাহুল্য, উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার অনেক আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল, এবার একাদশ শ্রেণিতে পরীক্ষা নেওয়া হবে না। অর্থাৎ ছাত্র-ছাত্রীদের এমনিতেই দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়া হবে। আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়ার সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পরে সেই একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন, তাদের ভর্তির ব্যাপারে বড় ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

জানা গেছে, আগামী 15 জুলাইয়ের মধ্যে সমস্ত স্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ভর্তি গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যার জেরে একাংশ বলতে শুরু করেছেন, এবার হয়ত বা ধীরে ধীরে পঠন-পাঠন আবার স্বাভাবিক হতে শুরু করবে বিদ্যালয়গুলোতে। তাই করোনা গ্রাফ নিম্নমুখী হতেই একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন, তাদের সকলকে ভর্তি নেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হল।

সূত্রের খবর, মঙ্গলবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। যেখানে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে, যারা একাদশ শ্রেণিতে এই বছরে পরিক্ষা দিতেন, তাদের প্রত্যেককে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করে দিতে হবে। পাশাপাশি আগামী জুলাই মাসের 15 তারিখের মধ্যে দ্বাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে ভর্তি হতে পড়ুয়াদের অভিভাবকরা প্রয়োজনীয় নথি নিয়ে স্কুলে আসবেন বলেও জানিয়ে দেওয়া হয়েছে। যার জেরে করোনা পরিস্থিতি আরও কিছুটা নীচের দিকে নামতে শুরু করলেই ধীরে ধীরে বিদ্যালয় খুলে দেওয়া হবে বলে আশা প্রকাশ করছেন একাংশ। বলা বাহুল্য, শেষ কবে ছাত্রছাত্রীরা ছুটির ঘন্টা শুনেছেন, তা মনে করতে পারছেন না।

এতদিন স্কুল মিস করা থেকে শুরু করে দ্রুত ছুটি হওয়া, বিভিন্ন বিষয় নিয়ে স্কুল চলাকালীন নানা অভিযোগ থাকতে ছাত্র-ছাত্রীদের। কিন্তু করোনা ভাইরাসের কারণে দেড় বছরের বেশি সময় ধরে বিদ্যালয় বন্ধ। ফলে বিদ্যালয়ের প্রতিটি মুহূর্তের অভাব অনুভব করছেন তারা। এমনকি অভিভাবক, অভিভাবিকারাও তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে চাইছেন। তবে করোনা ভাইরাস নিয়ে কিছুটা হলেও আতঙ্ক গ্রাস করেছে। আর এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বাতিল করে দেওয়া হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

তবে শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা, এমনকি পড়ুয়ারাও চাইছেন, ধীরে ধীরে শিক্ষাব্যবস্থা সচল করা হোক। আবার খুলে দেওয়া হোক বিদ্যালয়ের গেট। আর এই অবস্থায় করোনা ভাইরাস যখন ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করেছে, তখন একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করার কথা জানিয়ে আগামী 15 জুলাইয়ের মধ্যে তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য স্কুলগুলোকে নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই ধীরে ধীরে বিদ্যালয় খুলে যেতে পারে বলে আশা করছেন শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক, অভিভাবিকারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!