পরিষ্কার অঙ্কে তাঁর রাজনৈতিক হিসেব বুঝিয়ে দিলেন আব্বাস, তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাংক স্পষ্টতই চাপে রাজনীতি রাজ্য হাওড়া-হুগলি January 21, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন ধরেই ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী বাংলার রাজনৈতিক মহলের অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছেন। একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আব্বাস সিদ্দিকী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তিনি এবারের নির্বাচনে প্রার্থী দেবেন। এমনকি তাঁর সাথে মিমের প্রধানের সঙ্গে বৈঠকও হয়ে গিয়েছে। পাশাপাশি রাজ্যের বেশ কয়েকটি দল আব্বাস সিদ্দিকীর হাত ধরতে চলেছে বলে মনে করা হচ্ছে। এমনকি সেই সূত্র ধরে ফ্রন্ট গঠনের আলোচনাও চলছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে আব্বাস সিদ্দিকী সাংবাদিক সম্মেলন ডেকেছেন এবং তখনই হয়তো তিনি দল ঘোষণা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। কিন্তু তার আগেই আব্বাস সিদ্দিকী যে বার্তা দিলেন, তাতে বাংলার রাজনৈতিক অংক কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেল। প্রসঙ্গত, আব্বাস সিদ্দিকী জানিয়েছেন, 294 টি আসনে লড়াইতে রাজ্যের অর্ধেক বিধানসভায় অর্থাৎ 50 থেকে 60 টি আসন দখল করাই তাঁর দলের মূল লক্ষ্য থাকবে। এবং সেটি যদি তিনি করতে পারেন, তাহলে মুখ্যমন্ত্রীর আসনে যে বসবেন, তাঁকে আব্বাস সিদ্দিকীর হাত ধরতেই হবে। আব্বাস সিদ্দিকী দাবি করেছেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এই বাংলায় কেউ পাবেন না এবার। সেক্ষেত্রে আব্বাস নিজেদের পাল্লা ভারী রাখার দিকে নজর রাখছেন বলে মনে করা হচ্ছে। আব্বাস জানিয়েছেন, যারা তাঁদের অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের কথা শুনবে, ভাববে তাঁদের সঙ্গেই আব্বাস যাবেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল হয়তো আব্বাস সিদ্দিকী রাজ্যের গেরুয়া শিবিরের সঙ্গে জোট বাঁধতে চলেছেন। কিন্তু আব্বাস নিজেই এই জল্পনা উড়িয়ে দিলেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তৃণমূল-সিপিএম সহ অন্যান্য দলের জন্য তাঁদের পার্টির দরজা খোলা থাকলেও গেরুয়া শিবিরকে তাঁরা কখনোই প্রবেশ করতে দেবেনা। পাশাপাশি আব্বাস এদিন জানিয়ে দিয়েছেন, তিনি প্রার্থী হবেন না কারণ তিনি প্রার্থী তৈরি করবেন। সুতরাং আব্বাসের বক্তব্য ধরে বলাই যায়, একুশের বিধানসভার নির্বাচনে আর যাই হোক আব্বাস সিদ্দিকী কোনমতেই পদপ্রার্থী হবেন না। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, রাজ্যে শাসক দলকে যথেষ্টই চাপে ফেলেছে গেরুয়া শিবির। তার মধ্যে আব্বাস সিদ্দিকী যেভাবে একুশের বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নামার তোড়জোড় শুরু করেছে, তাতে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাংকে কিন্তু স্পষ্টতই চিড় ধরবে। এবং এই চিড় যে ক্রমশ ফাটলে পরিণত হবে, সে কথা চোখ বন্ধ করেও বলা যায়। অতএব এই মুহূর্তে বাংলার সিংহাসনের দখল আগামীদিনে কে নেবে, এখন তা নিয়ে টানটান উত্তেজনা বাংলার বুকে। আপনার মতামত জানান -