এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পরিস্থিতি ক্রমশ হচ্ছে কঠিন! উত্তরের দুই জেলায় ড্যামেজ কন্ট্রোলে সরাসরি আসরে নামছেন অভিষেক পিকে

পরিস্থিতি ক্রমশ হচ্ছে কঠিন! উত্তরের দুই জেলায় ড্যামেজ কন্ট্রোলে সরাসরি আসরে নামছেন অভিষেক পিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের ভাঙ্গন যেন এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গায় নানা হেভিওয়েট তৃণমূল নেতার বিজেপিতে যোগ দেওয়ার আশঙ্কার আবহ তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, সোমবার বিকেলে শিলিগুড়ি শহরের পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর। যেখানে শিলিগুড়ি শহরের তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের। শিলিগুড়ি সাথে এই বৈঠকে যোগ দেওয়ার কথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্বের। একাংশ বলছেন, শিলিগুড়ি পৌরসভার যেমন বামেদের দখলে রয়েছে, ঠিক তেমনই রায়গঞ্জের মত হেভিওয়েট কেন্দ্রে গত 10 বছরে ভালো ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস।

তাই আগামীদিনে যাতে এই সমস্ত আসনে দল ভালো ফল করতে পারে, তার জন্য এই দুই জেলার নেতৃত্বদের নিয়ে বৈঠক করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এবং দলের রাজনৈতিক পরামর্শদাতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, 8 জানুয়ারি অবধি উত্তরবঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর। 7 তারিখে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরে
জনসভা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে 6 জানুয়ারি ডুয়ার্সের চালসায় জলপাইগুড়ি জেলা নিয়েও বৈঠক করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এই বৈঠককে কেন্দ্র করে এখন রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। একাংশ বলছেন, গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে খুব একটা ভালো ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। আটটি লোকসভা আসনের মধ্যে সাতটি দখল করেছিল ভারতীয় জনতা পার্টি এবং একটি আসন চলে গিয়েছিল কংগ্রেসের দখলে।

কিন্তু এবার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রশান্ত কিশোরকে নিয়ে উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফরে প্রতিটি জেলা নেতৃত্বকে আগামীদিনের জন্য প্রস্তুতি নেওয়ার বার্তা দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে।অনেকে বলতে শুরু করেছেন, যদি আবার উত্তরবঙ্গে খুব একটা ভালো ফল না করতে পারি তৃণমূল কংগ্রেস তাহলে রাজ্যের ক্ষমতা দখলে তারা অনেকটাই চাপে পড়ে যাবে ।

তাই এখন থেকেই গুটি সাজাতে শুরু করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব উত্তরবঙ্গের সংগঠনের পাশাপাশি জনসংযোগের জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন বছরের শুরুতেই সেই উত্তরবঙ্গে এসে সভা এবং বৈঠকের মধ্যে দিয়ে প্রতিটি জেলার সংগঠনকে চাঙ্গা করতে উদ্যত হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের এই উত্তরবঙ্গ সফরে তৃণমূলের সংগঠনে কোনো বদল আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!